পাঠকের মেইল –
বর্তমান ডিজিটাল সময়ে সকলেই স্মার্ট ফোন ব্যবহার করে থাকি। এই স্মার্ট ফোন দিয়ে তৈরি হতে পারে নিজের স্বপ্ন। যার জন্য প্রয়োজন রয়েছে সততা ও পরিশ্রম। কেননা , একজন মানুষের পরিশ্রম তার ভাগ্য বদল করে দিতে পারে। এই ভাগ্য বদলের বর্তমান একটি প্লার্টফর্ম হলো সোস্যাল মিডিয়া। সেটি হতে পারে ফেসবুক কিংবা ইউটিউব।
প্রাথমিক পর্যায়ে শুরুতে জ্ঞান ও ধারণা থাকা প্রয়োজন। বর্তমান দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যক্তিগত পরিচয়ে মেধাকে কাজে লাগিয়ে কোটি কোটি মানুষের ব্যবহৃত এই সোস্যাল মিডিয়ায় জনপ্রিয়তা অর্জন করছে অনেকেই। এখানে চাইলে আপনি নিজেও অনলাইনে আপনার করা সেরা কাজ, অর্জনগুলো নিয়ে কাজ করতে পারেন।
অনলাইন নেটওয়ার্কিংয়ে যুক্ত হওয়ার প্রচেষ্টা ও কর্মক্ষেত্র সৃষ্টির লক্ষ্যে আমিও নিজেও কাজ শুরু করি ২০২২ সালের জানুয়ারিতে। আমি নয়ন হোসেন । যশোরের শার্শা উপজেলার একটি প্রান্তিক এলাকা ছোট নিজামপুর থেকে কৃষিভিত্তিক কার্যক্রম নিয়ে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ নিয়ে যাত্রা শুরু করি। কাজ শুরু হয় বাংলাদেশের কৃষক ও কৃষি নিয়ে । মাঠে সরেজমিনে বিভিন্ন চাষের বিষয়গুলো ভিডিও ফুটেজের মাধ্যমে তুলে ধরা বা বিভিন্ন চাষের পদ্ধতি ( আয় – ব্যয় ) সোস্যাল মিডিয়া ইউটিউব ও ফেসবুক।
যশোর অঞ্চলের প্রতিটি উপজেলায় কমবেশি বিভিন্ন সবজির চাষাবাদ হয়ে থাকে। প্রান্তিক এই গ্রামের চাষীদের স্মার্ট বা অলাইনে বিশ্বের দরবারে তুলে ধরাটা চাষীরাও অতি আনন্দের মনে করছেন । আবার অনেকে তথ্য নির্ভর এই প্লার্টফর্ম থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে সুবিধা নিয়ে বেকারত্ব কমবে বলেও আশাবাদী।
একদিকে অনলাইন জগতে নিজেকে উপস্থাপনা অন্যদিকে দর্শকফোরামের সংখ্যা দিনদিন বৃদ্ধিতে নিজের কর্মক্ষেত্র বৃহৎ করার প্রচেষ্টা । বাংলাদেশের তরুণের জন্য অনলাইন জগতটি হতে পারে নিজের নির্ভরযোগ্য কর্মস্থান ।
লেখক – মো ; নয়ন হোসেন , ইউটিউবার , রহস্য ট্রাভেল ।