টাঙ্গাইল প্রতিনিধি
বিএনপি জামায়াতের ডাকা অবরোধের তৃতীয় দিনে স্বাভাবিক এর তুলনায় বেড়েছে যাত্রীদের চাপ। বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় টাঙ্গাইল রেল স্টেশনের সরজমিনে গিয়ে দেখা যায় যাত্রীদের উপচে পড়ে ভিড়।
ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহন বন্ধ থাকায় ঢাকাসহ অন্যান্য জেলায় যাতায়াতের পথ হিসাবে রেলপথকে নিরাপদ মনে করছেন সাধারণ যাত্রীরা। অবরোধের তৃতীয় দিনে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে কিছু যান চলাচল করছে তবে দূর পাল্লার বাস দেখা যাচ্ছে না। অটোরিকশা মোটরসাইকেল এবং সিএনজি যুগে যাতায়াত করছে সাধারণ যাত্রীরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এর বিভিন্ন জায়গায় অবস্থান করছে টহল পুলিশ এছাড়া মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আ.লীগের নেতা কর্মীরা অবস্থান করছে।
মহাসড়কে যাত্রী ভোগান্তি থাকায় যাতায়াতের মাধ্যম হিসেবে রেল পথ ব্যবহার করছে যাত্রীরা।
সাধারণ যাত্রী সাত্তার মিয়া জানিয়েছেন বিশেষ কাজে ঢাকা যাওয়া প্রয়োজন সকাল থেকে মহাসড়কে দাড়িয়ে থেকে কোনো লাভ হয়নি পরে ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে টিকিট কেটে অপেক্ষা করছি ট্রেন আসলে ঢাকা যেতে পারবো।
ওমর ফারুক জানিয়েছেন বড় ভাই ঢাকা একটি প্রাইভেট হাস্পাতালে ভর্তি রয়েছে অবরোধের কারনে দেখতে যেতে পারছি না দেশের অবস্থা স্বাভাবিক না হলে আমরা সাধারণ মানুষ বিপদে পড়ে যাবো।
সালমা আক্তার জানিয়েছেন ৭ দিন যাবত বাবার বাড়ি আসছি ছেলে মেয়ের স্কুল কোচিং বন্ধ যাচ্ছে পোলাপান এর পড়ালেখার ক্ষতি হচ্ছে রাস্তায় গাড়ি চলছে না তাই ছোট ভাইকে নিয়ে ট্রেনে ঢাকা যাচ্ছি।
টাঙ্গাইল রেল স্টেশন পুলিশ এএসআই আবু বক্কর জানিয়েছেন স্বাভাবিক সময়ের তুলনায় যাত্রী চাপ বেড়েছে। ঢাকাসহ বিভিন্ন জেলায় ট্রেনে যাতায়াত করছে যাত্রীরা, ঢাকাগামী ট্রেনে যাত্রীদের তল্লাশী করা হচ্ছে যাতে কোন প্রকার নাশকতার জিনিসপত্র নিয়ে ঢাকায় প্রবেশ করতে না পারে। এজন্য যাত্রীদের ব্যাগসহ জিনিসপত্র বিশেষ ভাবে তল্লাশি করা হচ্ছে।