ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

অবরোধের সমর্থনে রাবি ছাত্রদলের মশাল মিছিল

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চতুর্থ দফা দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে মশাল মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।

রোববার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নগরীর তালাইমারি থেকে ভদ্রা পর্যন্ত সড়কে রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী ও সদস্য সচিব শামসুদ্দিন চৌধুরী সানিনের নেতৃত্বে এই মিছিল করে সংগঠনটি।

এ সময় তারা ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘শেখ হাসিনার আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ভোট চোরদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’, ‘ভোট চোর ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর’, ‘দেশ রক্ষায় অবরোধ, চলবে চলবেই, রাবি শাখা ছাত্রদল, জিন্দাবাদ জিন্দাবাদ ‘, ‘সফল হোক সফল হোক, তারেক জিয়ার অবরোধ’সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিলের বিষয়ে রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের আহ্বানে ১৮ কোটি জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে আমরা মাঠে নেমেছি। ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগ না করা পর্যন্ত আমরা রাজপথেই অবস্থান করব এবং ২০১৪ ও ২০১৮ সালের মতো জাতীয় সংসদ নির্বাচন এই দেশে আর হতে দিব না।

ট্যাগস :

অবরোধের সমর্থনে রাবি ছাত্রদলের মশাল মিছিল

আপডেট সময় : ১০:৩৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চতুর্থ দফা দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে মশাল মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।

রোববার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নগরীর তালাইমারি থেকে ভদ্রা পর্যন্ত সড়কে রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী ও সদস্য সচিব শামসুদ্দিন চৌধুরী সানিনের নেতৃত্বে এই মিছিল করে সংগঠনটি।

এ সময় তারা ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘শেখ হাসিনার আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ভোট চোরদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’, ‘ভোট চোর ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর’, ‘দেশ রক্ষায় অবরোধ, চলবে চলবেই, রাবি শাখা ছাত্রদল, জিন্দাবাদ জিন্দাবাদ ‘, ‘সফল হোক সফল হোক, তারেক জিয়ার অবরোধ’সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিলের বিষয়ে রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের আহ্বানে ১৮ কোটি জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে আমরা মাঠে নেমেছি। ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগ না করা পর্যন্ত আমরা রাজপথেই অবস্থান করব এবং ২০১৪ ও ২০১৮ সালের মতো জাতীয় সংসদ নির্বাচন এই দেশে আর হতে দিব না।