বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

প্রচ্ছদ /

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সিইসি

আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন 

Add Your Heading Text Here

মুরাদনগর প্রতিনিধি 
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেছেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের দুই দুইবারের সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন, এফসিএ।
কুমিল্লার মুরাদনগর উপজেলার জননন্দিত জননেতা আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ  এমপি বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ আসনের (মুরাদনগর  উপজেলা) থেকে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন।
ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি বিগত সময়ে মুরাদনগর উপজেলার ব্যাপক উন্নয়ন ও করোনাকালে মানুষের পাশে থেকে দেশে-বিদেশে বেশ সুনাম অর্জন করেন। দলীয় নেতা-কর্মী  ছাড়াও মুরাদনগর উপজেলার সর্বপেশার মানুষের কাছে রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা।
আজ দুপুরে সকালে মনোনয়ন আবেদন ফরম সংগ্রহের  পর থেকে এ নিয়ে সামাজি যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা  জানিয়ে পোস্ট দিচ্ছেন বিভিন্ন পেশার লোকজন। বর্তমানে কুমিল্লা-৩ মুরাদনগর আসনে হেভিওয়েট জনপ্রিয় নেতা আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।
 উপজেলা আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিশ্বাস এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয় বারের মতো বিজয়ের  মালা আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন, এফসিএ গলায় পরিধান করবেন।
দলীয় সূত্রে জানা যায়, আজ রবিবার (১৯ নভেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে কুমিল্লা-৩ আসনের মুরাদনগর উপজেলা জন্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এমপির পক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয় করেন উপজেলা আওয়ামীলীগ,অঙ্গ- সহযোগী সংগঠন ও ২০ টি ইউনিয়নে চেয়ারম্যানবৃন্দ।
পরে এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন এর ঢাকাস্থ  কাওরানবাজার অফিসে ফটোসেশনে মিলিত হন নেতা-কর্মী ও ইউপি চেয়ারম্যানেরা । এসময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হানিফ সরকার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ ও যুগ্মসাধারণ  সম্পাদক কাজী আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সরকার, আরিফুল ইসলাম সায়েদ, নাজমুল হক নাজিম,  মো, জসিম উদ্দিন ও সহযোগি ও অঙ্গ সংঠনের নেতাকর্মী ও ১৮ টি ইউপি  চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগঃ

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়