ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

আদালতের বিচার আদেশ জাল জালিয়াতি অপরাধে ইউপি সদস্য কারাগারে

মুন্সিগঞ্জ প্রতিনিধি 
আদালতের বিচার আদেশ জাল জালিয়াতি করার অপরাধে শংকর ঘোষ (৫৫) নামে এক ইউপি সদস্যকে কারাগারে পাঠিয়েছেন মুন্সিগঞ্জ জেলা আদালত।
মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে শ্রী শংকর ঘোষ আদালতে আত্মসমর্পণ করলে মামলা শুনানি শেষে লৌহজং আমলি আদালতের বিচারক ইফতি হাসান ইমরান কারাগারে পাঠানোর নির্দেশ দেন তাকে।পরে আদালতের কাজ শেষে বিকেলে তাকে মুন্সিগঞ্জ জেলহাজতে পাঠানো হয়।
শ্রী শংকর ঘোষ মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য, তারা পিতা মৃত শ্রী রাধ্যেরশ্যাম ঘোষ।
আদালত সূত্রে জানা যায় ,লৌহজং উপজেলার  একই গ্রামের সাধন সরকারের সঙ্গে শ্রী শংকর ঘোষের টাকা লেনদেনের বিষয়ে লৌহজং থানায় প্রতারণা ও টাকা আত্মসাতের একটি মামলা হয়। ওই মামলায় শংকর ঘোষ উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর গেল ৫ জুন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর বিচার আদালতে অভিযোগ শুনানি হয়। এতে উভয় পক্ষের আইনজীবীর শুনানি শেষে বিচারক আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেন। কিন্তু আসামি প্রতারণা করে বিচারকের এ আদেশ জাল জালিয়াতি করেন এবং ওই জাল কাগজে কয়েকজনের সই জাল করে সহিমোহর তৈরি করেন শ্রী শংকর ঘোষ।
শ্রী শংকর মেম্বার এলাকার একটি দোকানে বসে  বাদীকে উদ্দেশ্য করে একটি কাগজ বেড় করে  বলে,আমি এলাকার মেম্বার আদালত আমাকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।বাদী পক্ষ আদালত থেকে সহিমোহর উত্তোলন করে জানতে পারেন তা নকল ছিল।
এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী নজরুল ইসলাম বলেন, ১৯ জুলাই লৌহজং আমলি আদালতে এসে বাদী আসামির বিরুদ্ধে আদালতের বিচারকের সঠিক আদেশ জাল জালিয়াতি ও নকল সহিমোহর সরবরাহের অভিযোগ তোলেন। বাদী সাধন সরকার নিজে বাদী হয়ে মামলা করলে আদালতের বিচারক মামলাটি এফআইআর হিসেবে লৌহজং থানায় পাঠান। এ খবর পেয়ে আসামি শংকর জামিনের জন্য হাইকোর্টে যান। হাইকোর্ট আসামিকে ছয় সপ্তাহের জন্য আগাম জামিনের আদেশ দিলে আসামি নির্দিষ্ট তারিখে সংশ্লিষ্ট আদালতে হাজির না হয়ে মঙ্গলবার স্বেচ্ছায় লৌহজং আমলি আদালতে আত্মসমপন  করে।
এ বিষয়ে কোর্ট পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন বলেন,আসামি শ্রী শংকর ঘোষ স্বেচ্ছায় আজ আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালতের বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
ট্যাগস :

আদালতের বিচার আদেশ জাল জালিয়াতি অপরাধে ইউপি সদস্য কারাগারে

আপডেট সময় : ১০:২৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
মুন্সিগঞ্জ প্রতিনিধি 
আদালতের বিচার আদেশ জাল জালিয়াতি করার অপরাধে শংকর ঘোষ (৫৫) নামে এক ইউপি সদস্যকে কারাগারে পাঠিয়েছেন মুন্সিগঞ্জ জেলা আদালত।
মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে শ্রী শংকর ঘোষ আদালতে আত্মসমর্পণ করলে মামলা শুনানি শেষে লৌহজং আমলি আদালতের বিচারক ইফতি হাসান ইমরান কারাগারে পাঠানোর নির্দেশ দেন তাকে।পরে আদালতের কাজ শেষে বিকেলে তাকে মুন্সিগঞ্জ জেলহাজতে পাঠানো হয়।
শ্রী শংকর ঘোষ মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য, তারা পিতা মৃত শ্রী রাধ্যেরশ্যাম ঘোষ।
আদালত সূত্রে জানা যায় ,লৌহজং উপজেলার  একই গ্রামের সাধন সরকারের সঙ্গে শ্রী শংকর ঘোষের টাকা লেনদেনের বিষয়ে লৌহজং থানায় প্রতারণা ও টাকা আত্মসাতের একটি মামলা হয়। ওই মামলায় শংকর ঘোষ উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর গেল ৫ জুন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর বিচার আদালতে অভিযোগ শুনানি হয়। এতে উভয় পক্ষের আইনজীবীর শুনানি শেষে বিচারক আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেন। কিন্তু আসামি প্রতারণা করে বিচারকের এ আদেশ জাল জালিয়াতি করেন এবং ওই জাল কাগজে কয়েকজনের সই জাল করে সহিমোহর তৈরি করেন শ্রী শংকর ঘোষ।
শ্রী শংকর মেম্বার এলাকার একটি দোকানে বসে  বাদীকে উদ্দেশ্য করে একটি কাগজ বেড় করে  বলে,আমি এলাকার মেম্বার আদালত আমাকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।বাদী পক্ষ আদালত থেকে সহিমোহর উত্তোলন করে জানতে পারেন তা নকল ছিল।
এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী নজরুল ইসলাম বলেন, ১৯ জুলাই লৌহজং আমলি আদালতে এসে বাদী আসামির বিরুদ্ধে আদালতের বিচারকের সঠিক আদেশ জাল জালিয়াতি ও নকল সহিমোহর সরবরাহের অভিযোগ তোলেন। বাদী সাধন সরকার নিজে বাদী হয়ে মামলা করলে আদালতের বিচারক মামলাটি এফআইআর হিসেবে লৌহজং থানায় পাঠান। এ খবর পেয়ে আসামি শংকর জামিনের জন্য হাইকোর্টে যান। হাইকোর্ট আসামিকে ছয় সপ্তাহের জন্য আগাম জামিনের আদেশ দিলে আসামি নির্দিষ্ট তারিখে সংশ্লিষ্ট আদালতে হাজির না হয়ে মঙ্গলবার স্বেচ্ছায় লৌহজং আমলি আদালতে আত্মসমপন  করে।
এ বিষয়ে কোর্ট পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন বলেন,আসামি শ্রী শংকর ঘোষ স্বেচ্ছায় আজ আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালতের বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।