ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

আপনাদের দানে বাঁচবে শিশু রিমির প্রাণ

রবিউল ইসলাম, ঝিনাইদহ
সাত মাস বয়সী রিমি খাতুন। এখনো কথা বলতে শেখেনি। তীব্র কষ্টের যন্ত্রণা ব্যক্ত করে চোখের নোনা পানিতে। শিশু সন্তানের এমন কষ্ট চোখের সামনে প্রতিনিয়ত দেখেন পিতা জুয়েল হোসেন ও মা রেহেনা খাতুন। কারণ সন্তানের কষ্ট দেখা ছাড়া তাদের যে কোন উপায় নেই। পিতা জুয়েল হোসেন দিনমজুরের কাজ করেন। পরের ক্ষেতে কাজ করতে না গেলে মুখে আহার জোটে না। ফলে শিশু রিমির হার্টের ছিদ্র অপারেশন করা পিতার পক্ষে সম্ভব নয়। হয়তো এ ভাবে কষ্ট পেতে পেতে একদিন শিশু রিমি মৃত্যুর কোলে ঢলে পড়বে। জুয়েল ও রেহানা দম্পত্তির বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলরামপুর গ্রামে। দুই কন্যা ও এক ছেলে সন্তানের জনক-জননী তারা।
মা রেহেনা খাতুন জানান, মাস খানেক আগে রিমি নিউমোনিয়ায় আক্রান্ত হয়। তাকে যশোর হাসপাতালে দেখানো হয়। পরীক্ষা নিরীক্ষার শিশু রিমির হার্টে ছিদ্র ধরা পড়ে। চিকিৎসক বলেছেন দ্রুত তার হার্টের অপারেশন করতে হবে। কিন্তু শিশু রিমির চিকিৎসা করানোর সামর্থ পিতা জুয়েলের নেই। টাকার জন্য বহু জায়গায় ধর্ণা দিচ্ছেন , কিন্তু কোন সাড়া পাচ্ছেন না। আর টাকা জোগাড় না হলে রিমির হার্টের চিকিৎসাও হবে না। পিতা জুয়েল হোসেন জানান, দিন যতই যাচ্ছে তার শিশু কন্যার অবস্থার অবনতি ঘটছে। অনিয়মিত হার্টবিট বাড়ছে। শ্বাসকষ্ট ও সহজে হাফিয়ে উঠছে। শিশু সন্তানের এই কষ্ট তিনি সহ্য করতে পারছেন না। এ অবস্থায় সমাজের বিত্তবানদের কাছে রিমির পরিবার আর্থিক সহায়তা কামনা করেছেন। দানশীল ব্যক্তিদের দানে হয়তো শিশু রিমি নতুন জীবন ফিরে পেতে পারে। সাহায্য ও যোগাযোগ পিতা জুয়েল হোসেন মোবাইল নং ০১৭৫১-৬৪৩৫১৬ এবং ০১৯৯০-৬৩৬৬৭৫ (বিকাশ)
ট্যাগস :

আপনাদের দানে বাঁচবে শিশু রিমির প্রাণ

আপডেট সময় : ০৮:৪৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
রবিউল ইসলাম, ঝিনাইদহ
সাত মাস বয়সী রিমি খাতুন। এখনো কথা বলতে শেখেনি। তীব্র কষ্টের যন্ত্রণা ব্যক্ত করে চোখের নোনা পানিতে। শিশু সন্তানের এমন কষ্ট চোখের সামনে প্রতিনিয়ত দেখেন পিতা জুয়েল হোসেন ও মা রেহেনা খাতুন। কারণ সন্তানের কষ্ট দেখা ছাড়া তাদের যে কোন উপায় নেই। পিতা জুয়েল হোসেন দিনমজুরের কাজ করেন। পরের ক্ষেতে কাজ করতে না গেলে মুখে আহার জোটে না। ফলে শিশু রিমির হার্টের ছিদ্র অপারেশন করা পিতার পক্ষে সম্ভব নয়। হয়তো এ ভাবে কষ্ট পেতে পেতে একদিন শিশু রিমি মৃত্যুর কোলে ঢলে পড়বে। জুয়েল ও রেহানা দম্পত্তির বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলরামপুর গ্রামে। দুই কন্যা ও এক ছেলে সন্তানের জনক-জননী তারা।
মা রেহেনা খাতুন জানান, মাস খানেক আগে রিমি নিউমোনিয়ায় আক্রান্ত হয়। তাকে যশোর হাসপাতালে দেখানো হয়। পরীক্ষা নিরীক্ষার শিশু রিমির হার্টে ছিদ্র ধরা পড়ে। চিকিৎসক বলেছেন দ্রুত তার হার্টের অপারেশন করতে হবে। কিন্তু শিশু রিমির চিকিৎসা করানোর সামর্থ পিতা জুয়েলের নেই। টাকার জন্য বহু জায়গায় ধর্ণা দিচ্ছেন , কিন্তু কোন সাড়া পাচ্ছেন না। আর টাকা জোগাড় না হলে রিমির হার্টের চিকিৎসাও হবে না। পিতা জুয়েল হোসেন জানান, দিন যতই যাচ্ছে তার শিশু কন্যার অবস্থার অবনতি ঘটছে। অনিয়মিত হার্টবিট বাড়ছে। শ্বাসকষ্ট ও সহজে হাফিয়ে উঠছে। শিশু সন্তানের এই কষ্ট তিনি সহ্য করতে পারছেন না। এ অবস্থায় সমাজের বিত্তবানদের কাছে রিমির পরিবার আর্থিক সহায়তা কামনা করেছেন। দানশীল ব্যক্তিদের দানে হয়তো শিশু রিমি নতুন জীবন ফিরে পেতে পারে। সাহায্য ও যোগাযোগ পিতা জুয়েল হোসেন মোবাইল নং ০১৭৫১-৬৪৩৫১৬ এবং ০১৯৯০-৬৩৬৬৭৫ (বিকাশ)