ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

আমরা মৃত্যুর ভয় করি না : শামীম ওসমান

 

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে জানিয়ে তিনি নিজেই বলেন, গতকাল আমার মোবাইল ফোনে অপরিচিত নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। কল করে বলে ‘তোর মৃত্যুর সময় এসে গেছে’। কাদের ভয় দেখান? আমরা ৭৫ এর পর যারা রাজনীতিতে এসেছি আমরা মৃত্যুর ভয় করি না।
সোমবার (২০ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটী এলাকায় থানা আওয়ামী লীগের শান্তি মিছিলের আগে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিছিলটি পঞ্চবটী থেকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক দিয়ে পাগলা পর্যন্ত গিয়ে শেষ হয়।
শামীম ওসমান বলেন, বিশ্বের সব রাষ্ট্রকে বলতে চাই, যারা আমাদের হুমকি-ধমকি দেয়, বাংলাদেশ ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, কারও করুণায় নয়। আমাদের পূর্ব পুরুষরা লড়াই করে এদেশে স্বাধীনতা এনে দিয়েছে। আমরা মত্যুর ভয় করি না। মৃত্যুর ভয় তাদের দেখাবেন যারা অসৎ পথে চলে তারেক জিয়াকে। যারা বাচ্চা বাচ্চা ছেলেগুলোর ভবিষ্যত নষ্ট করছে।
তিনি আরও বরেন, ২০০১ সালে তারা ক্ষমতায় এসে আমাদের বহু নেতা-কর্মীকে হত্যা করেছে। আমার বাপ-দাদার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছিল। আমরা প্রতিশোধ নেইনি। আল্লাহর কাছে বিচার দিয়েছি। সেজন্যই এতদিন শেখ হাসিনা ক্ষমতায়। এমপি মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করতে আসি নাই। বাংলাদেশ মাথা উচুঁ করে দাঁড়ানোর জন্য রাজনীতি করেছি।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফ উল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু, জেলা সেচ্ছাসেবকলীগের নেতা আবু মুহাম্মদ শরীফুল হক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ট্যাগস :

আমরা মৃত্যুর ভয় করি না : শামীম ওসমান

আপডেট সময় : ০৮:২৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩

 

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে জানিয়ে তিনি নিজেই বলেন, গতকাল আমার মোবাইল ফোনে অপরিচিত নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। কল করে বলে ‘তোর মৃত্যুর সময় এসে গেছে’। কাদের ভয় দেখান? আমরা ৭৫ এর পর যারা রাজনীতিতে এসেছি আমরা মৃত্যুর ভয় করি না।
সোমবার (২০ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটী এলাকায় থানা আওয়ামী লীগের শান্তি মিছিলের আগে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিছিলটি পঞ্চবটী থেকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক দিয়ে পাগলা পর্যন্ত গিয়ে শেষ হয়।
শামীম ওসমান বলেন, বিশ্বের সব রাষ্ট্রকে বলতে চাই, যারা আমাদের হুমকি-ধমকি দেয়, বাংলাদেশ ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, কারও করুণায় নয়। আমাদের পূর্ব পুরুষরা লড়াই করে এদেশে স্বাধীনতা এনে দিয়েছে। আমরা মত্যুর ভয় করি না। মৃত্যুর ভয় তাদের দেখাবেন যারা অসৎ পথে চলে তারেক জিয়াকে। যারা বাচ্চা বাচ্চা ছেলেগুলোর ভবিষ্যত নষ্ট করছে।
তিনি আরও বরেন, ২০০১ সালে তারা ক্ষমতায় এসে আমাদের বহু নেতা-কর্মীকে হত্যা করেছে। আমার বাপ-দাদার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছিল। আমরা প্রতিশোধ নেইনি। আল্লাহর কাছে বিচার দিয়েছি। সেজন্যই এতদিন শেখ হাসিনা ক্ষমতায়। এমপি মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করতে আসি নাই। বাংলাদেশ মাথা উচুঁ করে দাঁড়ানোর জন্য রাজনীতি করেছি।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফ উল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু, জেলা সেচ্ছাসেবকলীগের নেতা আবু মুহাম্মদ শরীফুল হক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।