বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

প্রচ্ছদ /

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সিইসি

ইবিতে আইউসানস এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত

Add Your Heading Text Here

বিপুল আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ইসলামিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব এনএস (আইউসানস) এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের আমতলায় জাঁকজমকপূর্ণ পরিবেশে এ ক্রিড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়। অনুষ্ঠান সুচারুভাবে পরিচালনা করেন সংগঠনটির সেক্রেটারি ইমরান মাহমুদ।
আইউসানসের সভাপতি শহীদ কাওসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়। বিশেষ অতিথি ছিলেন দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান।
এছাড়াও, আইউসানসের সাবেক সভাপতি কে এম আতিকুর রহমান, সেক্রেটারি সাইফুদ্দিন আহমেদ, সি ওআই বি এর সভাপতি গোলাম রব্বানী, নোফেল ছাত্রকল্যাণ সমিতির সভাপতি আবদুল্লাহ আল মাসুম এবং চিত্রা (নড়াইল) ছাত্রকল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি ইসরাফিল হোসেনসহ ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা থেকে আগত ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় ক্রিকেট, ম্যারাথন দৌড়, বল নিক্ষেপ ভিতর-বাহিরসহ নানা আয়োজন ছিলো। ক্রিকেটে প্রতিটি রাউন্ডে অপ্রতিরোধ্য থেকে জয়লাভ করে টিম এস কে টাইগার্স। ১ হাজার মিটার ম্যারাথনে জয়লাভ করেন আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাজ্জাতুল্লাহ শেখ।
প্রধান অতিথির বক্তব্যে নাসিম আহমেদ জয় বলেন, ‘একই প্রতিষ্ঠান থেকে বিশ্ববিদ্যালয়ে এতো শিক্ষার্থী লেখাপড়া করা সত্যি আনন্দের। আইউসানস সাফল্যের সাথে অনেকদূর এগিয়ে যাক। সংগঠনের যেকোনো প্রকার সহযোগিতায় আমরা পাশে থাকবো।,
সংগঠনটির সভাপতি শহীদ কাওসার বলেন, ‘পারস্পারিক সম্পর্ক ও ভ্রাতৃত্ব তৈরিতে এরকম আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা সকলে একত্রিত হতে পারি, পরস্পরকে জানতে পারি। এর মাধ্যমে আমাদের পরিচিতি আরো ছড়িয়ে যায়। পরবর্তীতে আমরা আমাদের এলামনাই গঠনের চেস্টা করবো।’
অনুষ্ঠান শেষে আগত অতিথিদের সম্মাননা পুরস্কার দেওয়া হয়। এছাড়াও বিজয়ী দল ও ব্যাক্তিদের মাঝে পুরস্কার তুলে দেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়। পরে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগঃ

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়