বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

প্রচ্ছদ /

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সিইসি

ইবি’র বুধবারের নিয়োগ পরীক্ষা স্থগিত

Add Your Heading Text Here

বিএনপি-জামায়াতের তৃতীয় দফায় ডাকা অবরোধের প্রথম দিন আগামীকাল বুধবার (০৮ নভেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অনুষ্ঠিতব্য প্রকৌশল অফিসের ‘অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট’ পদের জব টেস্ট পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (০৭ নভেম্বর) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে, আগামী বুধবার (০৮ নভেম্বর) প্রকৌশল অফিসের ‘অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট’ পদের জব টেস্ট সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত হওয়ার সময়সূচী নির্ধারিত ছিল। অনিবার্য কারণবশত: উক্ত জব টেস্ট স্থগিত করা হলো। তারিখ ও সময়সূচী পরবর্তিতে জানানো হবে।
এদিকে, রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, আগামীকাল নিয়োগ পরীক্ষা বন্ধ থাকলেও সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা যথারীতিতে চলবে।
পরিবহন দপ্তর সূত্রে জানা যায়, নিরাপত্তার কথা বিবেচনায় আগামীকালের বাস সিডিউল ও রুটেও পরিবর্তন আনা হয়েছে।
আগামীকাল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গাড়ি এবং ভাড়া গাড়িসমূহ কড়া পুলিশি নিরাপত্তায় কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকূপার নির্দিষ্ট জায়গা থেকে (কুষ্টিয়ার কাস্টমস মোড়, ঝিনাইদহের আরাপপুর, শৈলকূপার উপজেলা মোড়) সকাল সাড়ে ৮টায় একযোগে ছেড়ে আসবে। অফিস ও ক্লাস শেষে আবার বিকাল ৪টায় একযোগে ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে। এর বাইরে অন্য সকল ট্রিপ বন্ধ থাকবে।

ট্যাগঃ

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়