বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

প্রচ্ছদ /

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সিইসি

ইয়াশের ‘হাতবদল’

Add Your Heading Text Here

আর্কিটেকচারের ছাত্র রাহাত। একদিন সে ফেসবুকে একটি পোস্ট আবিষ্কার করে। সেই পোস্টটি ছিল তার মৃত কুকুর মার্কের মতো দেখতে একটি কুকুরকে দত্তক নেয়ার। সেই সূত্রে রাহাতের সঙ্গে ফয়সালের পরিচয় হয়, যার পোষা কুকুরটির নাম রেবেল। ফয়সালের অনুরোধে, রাহাত রেবেলকে নিয়ে আসে একটি হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হতে। রেবেল-কে নিয়ে রাহাত কি ঘটনার মধ্য দিয়ে যায় তা জানা যাবে চরকি অরিজিনাল সিরিজ ‘প্রচলিত’-এর পঞ্চম বা শেষ গল্প ‘হাতবদল’-এ। আবিদ মল্লিক পরিচালিত ১৮ মিনিটে এ পর্বটি ১৬ নভেম্বর রাত ৮টায় চরকিতে মুক্তি পায়। ‘প্রচলিত’ সিরিজটিতে রয়েছে মোট ৫টি পর্ব- রিংটোন, বিলাই, বেওয়ারিশ, কলিংবেল ও হাতবদল।

সিরিজটি অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার, ইয়াশ রোহান, সাদিয়া আয়মান, বায়োজিদ হক জোয়ার্দার, শাহানা রহমান সুমি, আব্দুল্লাহ আল সেন্টু, রফিউল কাদের রুবেল, মাহমুদ আলম, তনয় বিশ্বাস, ফারিন খান, রাফায়েতুল্লাহ সোহান, খালিদ হাসান রুমি, আশরাফুল আশীষ, অশোক বেপারীসহ আরও অনেকে।

ট্যাগঃ

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়