বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

প্রচ্ছদ /

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সিইসি

কবিতা

Add Your Heading Text Here

করো সবে চেষ্টা”
মোঃ শাহ্ জামান চিশতী


দুর্নীতি দুর্নীতি দুর্নীতিতে ভরে গেছে গোটা দেশটা।
সুদ ঘুষ দুর্নীতিকে তাড়াতে কর সবে চেষ্টা।
না হয় দেশ জাতি যাবে রসাতলে কাঁদবে সবার মনটা।
পশুর স্বভাব নিয়েছে মানুষ অশান্তিতে যায় রাত দিনটা।
আজাব গজবে ভোগে মানুষ
গজব দিয়েছে স্রষ্টা।
সত্য পথ ছেড়ে মানুষ বেছে নিয়েছে শয়তানের পথটা।
শয়তান মানুষের চির শত্রু
মিথ্যা নয় কথাটা।
সময় থাকতে শয়তানের পথ ছাড়ো ভালো হবে জীবনটা।
সুখ শান্তিতে কাটবে জীবন ভালো হবে মরণটা।
মরণ যাহার ভালো হয় ভালো তার পরপারের জীবনটা।
আল্লাহ পাক খুশি হয়ে দিয়ে দিবেন জান্নাতটা।

কাঠালিয়া,ঝালকাঠি।

ট্যাগঃ

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়