কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে যুবলীগ নেতার মোটরসাইকেলে আগুন লাগানোর ঘটনায় থানায় মামলা দায়ের। এ ঘটনায় পুলিশ তিন জনকে আটক করে আদালতে প্রেরণ করেছে বলে জানায় কালীগঞ্জ থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, শনিবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ বাইপাস মোড়ে ‘ককটেল বিস্ফোরণ’ ঘটিয়ে যুবলীগ নেতার মোটরসাইকেলে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং ধাওয়া করে তিন দূর্বৃত্তকে আটক করে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফারুক হোসেন বলেন, থানা থেকে খবর পেয়ে রাত ১০টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আগুন নেভাতে সামর্থ্য হয়।
নাশকতার ঘটনায় যুবলীগ নেতা আনিছুজ্জামান মাসুম বাদী হয়ে ভাদার্ত্তী গ্রামের ইব্রাহিম প্রধান (৫৫) ও ফরিদ আহম্মেদ মৃধা (৫৫), মুনশুরপুর গ্রামের শওকত (৪০), মূলগাঁও গ্রামের কামাল দর্জি (৫০) ও আলম খান (৫০), চৈতারপাড়া গ্রামের জাকির হোসেন (৪০), বক্তারপুর গ্রামের আনিসুল ইসলাম (৪২), ফুলদী গ্রামের সুমন (৪০), বোয়ালী গ্রামের সোহেল (৫০), বিরতুল গ্রামের সোহেল (৩৮), জামালপুর গ্রামের হারুন অর রশিদ দেওয়ান (৫২), ছৈলাদী গ্রামের আনিছুর রহমান রিপন (৪৪), বাসাইল গ্রামের মোফাজ্জল হোসেন (৩৫), রাথুরা গ্রামের ওবায়দুল আকন্দ (৪৪), পানজোড়া গ্রামের রাজিব কাজী (৩২), বড়গাঁও গ্রামের মুনসুর আহম্মেদ (৫২), ও রুপগঞ্জ থানার দাউদপুর ইউনিয়নের বাগলা গ্রামের মোঃ ইউসুফ (৩৯), রাসেল (৪০) এবং বিপুল শেখ (৩২) নামে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন, যার নং ২৪ (১০) ২০২৩, তারিখ ২৯/১০/২০২৩।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তী নিশ্চিত করে প্রতিবেদককে জানান, নাশকতার ঘটনায় ১৯ জনের নামে একটি মামলা হয়েছে। নাশকতার মামলায় এজাহারভুক্ত আসামী এবং অন্য মামলায় আটককৃতসহ সকলকে রোববার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।