বিএনপি-জামায়াত ও তাদের সমমনা দলগুলোর অবরোধের কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নাশকতা প্রতিরোধে কঠোর অবস্থানে কিশোরগঞ্জ পুলিশ। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল থেকেই সড়ক-মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি দেখাযায়।
জেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন ও নাশকতা প্রতিরোধে নিয়োজিত সকল অফিসার-ফোর্সদের দিকনির্দেশনামূলক ব্রিফিং প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।
কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, দেশব্যাপী রাজপথ-রেলপথ ও নৌ-পথে অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি-জামায়াত। অবরোধে যেকোন ধরনের নাশকতা প্রতিরোধে আমরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছি। ভোর থেকেই আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে। সব মিলিয়ে আমাদের এই অঞ্চলের সার্বিক পরিস্থিতি তুলনামূলক ভালো।
অন্যদিকে শহরে বিএনপি-জামায়াত সমর্থিত কাউকে দেখা না গেলেও সরব ভুমিকা পালন করছে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।