ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে সড়কে গাছের গুঁড়ি ও  টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ

কিশোরগঞ্জে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং করেছে বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

সোমবার (২০ নভেম্বর) সকালে করিমগঞ্জ-চামড়া সড়কে দফায় দফায় মিছিল হয়। এ সময় মিছিলকারীরা অবিলম্বে ঘোষিত তফসিল বাতিলের দা‌বি জানান।

করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সুমন এবং করিমগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক হাজী আশরাফ হোসেন পাভেল এসব মিছিলে নেতৃত্ব দেন। মিছিলকারীরা ওই সড়কের নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের সামনে ও আশপাশের এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে পিকেটিং করেন। এ সময় সড়ক অবরোধের কারণে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

এছাড়া জোলার বেশকিছু স্থানে রাস্তায় হরতালের সমর্থনে মিছিল করেছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।

জেলা শহরের হয়বতনগর খিদমাহ হসপিটালের সামনে বেলা ১১টার দিকে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোশতাক আহমেদ শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার শহীদের নেতৃত্বে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। সকাল ৯টায় জেলা শহরের পুরানথানা এলাকায় জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাঈদ সুমনের নেতৃত্বে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করা হয়।

হরতালে এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। দূরপাল্লার বাস চলাচল বন্ধ র‌য়ে‌ছে। চলাচল কর‌ছে ছোট ছোট যানবাহন। শহরে দোকানপাট খোলা থাকলেও বেচাকেনা ছিল সীমিত।

ট্যাগস :

কিশোরগঞ্জে সড়কে গাছের গুঁড়ি ও  টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ

আপডেট সময় : ০৮:৩২:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩

কিশোরগঞ্জে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং করেছে বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

সোমবার (২০ নভেম্বর) সকালে করিমগঞ্জ-চামড়া সড়কে দফায় দফায় মিছিল হয়। এ সময় মিছিলকারীরা অবিলম্বে ঘোষিত তফসিল বাতিলের দা‌বি জানান।

করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সুমন এবং করিমগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক হাজী আশরাফ হোসেন পাভেল এসব মিছিলে নেতৃত্ব দেন। মিছিলকারীরা ওই সড়কের নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের সামনে ও আশপাশের এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে পিকেটিং করেন। এ সময় সড়ক অবরোধের কারণে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

এছাড়া জোলার বেশকিছু স্থানে রাস্তায় হরতালের সমর্থনে মিছিল করেছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।

জেলা শহরের হয়বতনগর খিদমাহ হসপিটালের সামনে বেলা ১১টার দিকে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোশতাক আহমেদ শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার শহীদের নেতৃত্বে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। সকাল ৯টায় জেলা শহরের পুরানথানা এলাকায় জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাঈদ সুমনের নেতৃত্বে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করা হয়।

হরতালে এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। দূরপাল্লার বাস চলাচল বন্ধ র‌য়ে‌ছে। চলাচল কর‌ছে ছোট ছোট যানবাহন। শহরে দোকানপাট খোলা থাকলেও বেচাকেনা ছিল সীমিত।