বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

প্রচ্ছদ /

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সিইসি

কিশোরগঞ্জে হরতালের সমর্থনে ছাত্রদলের মিছিল

Add Your Heading Text Here

বিএনপি-জামায়াত ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা ৪৮ ঘন্টা হরতালের সমর্থনে কিশোরগঞ্জে মিছিল করেছে ছাত্রদল।

রোববার (১৯ নভেম্বর) সকাল ৭টার দিকে জেলা শহরের স্টেশন রোড এলাকার তাজ রেস্টুরেন্টের সামনে থেকে মিছিলটি বের করা হয়। জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো.  জাকির হোসেন রাজীব এর নেতৃত্বে মিছিলটি শহীদী মসজিদ ও ইসলামিয়া সুপার মার্কেট এলাকা অতিক্রম করে পুরানথানা পর্যন্ত যায়। এ সময় মিছিলকারীরা হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান দেয়।

এদিকে আগের দিন শনিবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে পৌরশহরের মোরগমহল এলাকায় হরতালের সমর্থনে মশাল মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা।

জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোশতাক আহমেদ শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কাইসার শহীদ, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রেদোয়ান রহমান ওয়াকিউর, সহ দপ্তর সম্পাদক মনিরুল হাসান জেনি মিছিলে নেতৃত্ব দেন। এ সময় তারা হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান ও জনগণকে হরতাল পালনের আহ্বান জানান।

ট্যাগঃ

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়