বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

প্রচ্ছদ /

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সিইসি

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতিসহ গ্রেপ্তার ৫, রোববার ভৈরবে হরতাল

Add Your Heading Text Here

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এর প্রতিবাদে আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ভৈরব উপজেলা ও পৌর বিএনপি।

শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ভৈরব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাজহারুল ইসলামের বাসা থেকে তাদেরকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত অন্য চারজন হলেন ভৈরব উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল হক ও নূরুজ্জামান, শরীফুল আলমের ব্যক্তিগত গাড়িচালক রতন মিয়া ও যে বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় সেই বাসার মালিক মাজহারুল ইসলাম।

ভৈরব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান উল্লিখিত পাঁচজনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার ভোর ৩টার দিকে ঢাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল ভৈরব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কমলাপুরে মাজহারুল ইসলামের বাসা ঘেরাও করে। পরে সকাল সাড়ে ৬টার দিকে শরীফুল আলমসহ পাঁচজনকে গ্রেপ্তার করে গাড়িতে করে নিয়ে যায়।

উল্লেখ্য, অবরোধের প্রথম দিন গত ৩১ অক্টোবর কুলিয়ারচরে পুলিশের ওপর হামলার দুটি মামলার প্রধান আসামি শরীফুল আলম। সেদিন সংঘর্ষে কৃষকদল নেতা বিল্লাল হোসেন ও যুবদল নেতা রেফায়েত উল্লাহ তনয় নামে দু’জন মারা যান।

ট্যাগঃ

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়