বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কুড়িগ্রামে দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে দিবস টি পালন করা হয়েছে।। সকালে জেলা আওয়ামী লীগের দলীয় অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা, মিলাদ মাহফিল, আলোচনা সভা, আনন্দ র্যালি ও উন্নয়ন শোভা যাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জেলা শহরের বাস টার্মিনাল থেকে একটি ব আনন্দর্যালীটি বের হয়ে শহর প্রদক্ষিন করে। র্যালী শেষে শহিদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা যুবলীগের আহবায়ক এডভোকেট রুহুল আমীন দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলী, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু প্রমুখ।