ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

গলাচিপা উপজেলার কৃষক এর ‘স্বপ্ন খাচ্ছে ইঁদুরে’

পটুয়াখালী জেলা প্রতিনিধি 
চোখে স্বপ্ন ও বুক ভরা আশা নিয়ে আমন ধান চাষাবাদ করছে  গলাচিপা উপজেলার চাষীরা। কিন্তু কৃষকদের এই স্বপ্ন খেয়ে নিচ্ছে ইঁদুর এর দল। শীতের আগমনী বার্তায়  হেমন্তের নতুন ফসল ঘরে উঠাতে যখন কৃষকরা দিনক্ষণ হিসাব করছে তখন ইঁদুরের উৎপাত কোথাও কোথাও বৃদ্ধি পাচ্ছে।
৫নং রতনদী তালতলী ইউনিয়ন এর বিভিন্ন ফসলের মাঠে  সারি সারি  ধানের ক্ষেতে যেনও বড়সড় মাটি তুলে ইঁদুর বাসা তৈরি  করছে, মাঠ পর্যায়ে কর্মরত গলাচিপা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মোঃ নাহিদ হাসান জানান,  সকল মৌসুমে ইঁদুর ফসলের ক্ষতি করে। তবে আমন মৌসুমে মোট আবাদের ৮-১০ শতাংশ ধানের ক্ষতি করে এ ইঁদুর।  আমন ধান চাষাবাদকৃত উঁচু জমিগুলো বর্ষণের পানিতে তেমন ক্ষতি না হলেও ইঁদুরের আক্রমণে নষ্ট হচ্ছে ফসল। যা চাষীদের জন্য ‘মরার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাড়িয়েছে।
সরজমিনে মাঠে গিয়ে দেখা যায় ইঁদুর এর আক্রমণে কোথাও কোথাও বেহাল দশা। অনেক কৃষক ইঁদুর মারার জন্য ঔষধ ব্যাবহার করেও তেমন ফল পাচ্ছে না। এ বছর ধান ভালো হওয়ার সম্ভাবনা থাকলেও ইঁদুরের উৎপাতের কারণে কৃষকরা ক্ষতি গ্রস্থ হচ্ছেন। কৃষকরা জানান, আমন চাষের মৌসুমের শুরুতেই  বীজতলা তৈরি করে সোনার ফসল ফলাতে উদ্বেগ আর উৎকন্ঠার মধ্যে দিয়ে বেড়ে উঠতে শুরু করে কৃষক এর স্বপ্নের ফসল। অন্য বছরের তুলনায় এ বছর ফসলের বাড়ন্ত চেহেরা দেখেই বোঝা গিয়েছিলো ফলন ভালো হবে।
ট্যাগস :

গলাচিপা উপজেলার কৃষক এর ‘স্বপ্ন খাচ্ছে ইঁদুরে’

আপডেট সময় : ০২:৩৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
পটুয়াখালী জেলা প্রতিনিধি 
চোখে স্বপ্ন ও বুক ভরা আশা নিয়ে আমন ধান চাষাবাদ করছে  গলাচিপা উপজেলার চাষীরা। কিন্তু কৃষকদের এই স্বপ্ন খেয়ে নিচ্ছে ইঁদুর এর দল। শীতের আগমনী বার্তায়  হেমন্তের নতুন ফসল ঘরে উঠাতে যখন কৃষকরা দিনক্ষণ হিসাব করছে তখন ইঁদুরের উৎপাত কোথাও কোথাও বৃদ্ধি পাচ্ছে।
৫নং রতনদী তালতলী ইউনিয়ন এর বিভিন্ন ফসলের মাঠে  সারি সারি  ধানের ক্ষেতে যেনও বড়সড় মাটি তুলে ইঁদুর বাসা তৈরি  করছে, মাঠ পর্যায়ে কর্মরত গলাচিপা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মোঃ নাহিদ হাসান জানান,  সকল মৌসুমে ইঁদুর ফসলের ক্ষতি করে। তবে আমন মৌসুমে মোট আবাদের ৮-১০ শতাংশ ধানের ক্ষতি করে এ ইঁদুর।  আমন ধান চাষাবাদকৃত উঁচু জমিগুলো বর্ষণের পানিতে তেমন ক্ষতি না হলেও ইঁদুরের আক্রমণে নষ্ট হচ্ছে ফসল। যা চাষীদের জন্য ‘মরার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাড়িয়েছে।
সরজমিনে মাঠে গিয়ে দেখা যায় ইঁদুর এর আক্রমণে কোথাও কোথাও বেহাল দশা। অনেক কৃষক ইঁদুর মারার জন্য ঔষধ ব্যাবহার করেও তেমন ফল পাচ্ছে না। এ বছর ধান ভালো হওয়ার সম্ভাবনা থাকলেও ইঁদুরের উৎপাতের কারণে কৃষকরা ক্ষতি গ্রস্থ হচ্ছেন। কৃষকরা জানান, আমন চাষের মৌসুমের শুরুতেই  বীজতলা তৈরি করে সোনার ফসল ফলাতে উদ্বেগ আর উৎকন্ঠার মধ্যে দিয়ে বেড়ে উঠতে শুরু করে কৃষক এর স্বপ্নের ফসল। অন্য বছরের তুলনায় এ বছর ফসলের বাড়ন্ত চেহেরা দেখেই বোঝা গিয়েছিলো ফলন ভালো হবে।