মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সবুজ শিকদার বলেছেন, চারদলীয় জোট সরকারের শাসনামলে ২০০৩ সালের ৩ নভেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরীতে শ্রমিক নেতা আমজাদ হোসেন কামাল পুলিশের গুলিতে নিহত হয়। সেসময় শ্রমিকরা কোন ধরনের ওভারটাইম পেত না। শ্রমিকদের কোন মজুরী কাঠামো ছিলনা। তবে ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার গঠনের পরে এ পর্যন্ত ৩ বার শ্রমিকদের মজুরী বৃদ্ধি করেছেন। সম্প্রতি সরকার শ্রমিকদের মজুরী বৃদ্ধির জন্য মজুরী বোর্ড গঠন করেছে। যেখানে শ্রমিক প্রতিনিধি রয়েছে মালিকদের প্রতিনিধি রয়েছে সরকারেরও প্রতিনিধি রয়েছে। সেখানে মালিকপক্ষ একটি প্রস্তাবনা পেশ করেছে। শ্রমিক প্রতিনিধিরা গার্মেন্টস শ্রমিকদের মজুরী ২৩ হাজার টাকা দাবি করেছে। কিন্তু একটি কুচক্রী মহল সরকারকে উৎখাত করতে গার্মেন্টস শ্রমিকদের মধ্যে ভুল তথ্য ছড়িয়েছে। এতে করে গাজীপুর, সাভার ও আশুলিয়াসহ দেশের বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষ এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছে। ষড়যন্ত্রকারীরা বলেছে সরকার নাকি শ্রমিকদের মজুরী ঘোষণা করেছে। অথচ সরকার এখনো শ্রমিকদের মজুরী ঘোষণা করেনি। আমরা মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সব সময় শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের পক্ষে রয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে শ্রমিকদের অধিকার আদায় হবে সেটা শ্রমিকদের বোঝাতে হবে। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ বার শ্রমিকদের মজুরী বৃদ্ধি করেছেন। তাই শ্রমিকদের বোঝাতে হবে তারা যাতে ভুল তথ্যে বিপথগামী না হয়। বিএনপি আমলে শ্রম আইনের কালো থাবা আজো বিদ্যমান। সামনে নির্বাচন আসছে। আমাদের আরো সতর্ক থাকতে হবে।
শুক্রবার ৩ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জ শহরের বরফকল খেয়াঘাট সংলগ্ন জাহাজী শ্রমিক ফেডারেশনের কালচারাল সেন্টারে মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে বিসিকে পুলিশের গুলিতে নিহত আমজাদ হোসেন কামাল স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন সবুজ শিকদার। সভা থেকে অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের মজুরী ২৩ হাজার টাকা ঘোষণার দাবি জানানো হয়। পাশাপাশি ৩ নভেম্বর জেল হত্যা দিবসে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি জুয়েল প্রধানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি মোজাম্মেল হক, সহসভাপতি লিয়াকত আলী, বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন চুন্নু মাষ্টার, বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর কেন্দ্রীয় কমিটির নেতা সরদার আলমগীর মাষ্টার, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কবির হোসেন, সহ সম্পাদক আক্তার হোসেন, নারায়ণগঞ্জ শাখার সভাপতি নিজাম উদ্দিন খাঁন, সাধারণ সম্পাদক হাফেজ মো: শাহাদাৎ হোসেন প্রমুখ।
শুক্রবার ৩ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জ শহরের বরফকল খেয়াঘাট সংলগ্ন জাহাজী শ্রমিক ফেডারেশনের কালচারাল সেন্টারে মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে বিসিকে পুলিশের গুলিতে নিহত আমজাদ হোসেন কামাল স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন সবুজ শিকদার। সভা থেকে অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের মজুরী ২৩ হাজার টাকা ঘোষণার দাবি জানানো হয়। পাশাপাশি ৩ নভেম্বর জেল হত্যা দিবসে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি জুয়েল প্রধানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি মোজাম্মেল হক, সহসভাপতি লিয়াকত আলী, বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন চুন্নু মাষ্টার, বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর কেন্দ্রীয় কমিটির নেতা সরদার আলমগীর মাষ্টার, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কবির হোসেন, সহ সম্পাদক আক্তার হোসেন, নারায়ণগঞ্জ শাখার সভাপতি নিজাম উদ্দিন খাঁন, সাধারণ সম্পাদক হাফেজ মো: শাহাদাৎ হোসেন প্রমুখ।