তিন দিনের দেশব্যাপী অবরোধের দ্বিতীয় দিন চট্টগ্রামে আবারো বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটি পটিয়ায় যাচ্ছিল। অবরোধকারীরা সড়ক আটকে বাস ঘুরিয়ে দেয়। এরপর তারা বাসে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। বুধবার (১ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ভেল্লা ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কর্ণফুলীর মডার্ন ফায়ার স্টেশন ইন্সপেক্টর সোয়াইব হোসেন মুন্সি এই প্রতিবেদককে জানান, সকালে যাত্রীবাহী বাসটি চট্টগ্রাম থেকে পটিয়ায় যাচ্ছিল। উপজেলার ভেল্লা ব্রিজসংলগ্ন এলাকায় দাঁড় করালে বাসটি ঘুরিয়ে দেন অবরোধকারীরা। এরপর তারা বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে মডার্ন ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোরে নগরীর ইপিজেড মোড়ে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। গত সোমবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের দামপাড়ায় ইউনেস্কো কমিউনিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।সেই রাতে আবারো রাত তিনটার সময় নগরীর টেনারি বটতল এলাকায় পার্কিং করে রাখা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
শিরোনাম
চট্টগ্রামে অবরোধের দ্বিতীয় দিন আবারো বাসে আগুন
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৪৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
- ০ Time View
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ