বন্দরনগরী চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন কদমতলী এলাকায় একটি গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১ নভেম্বর) দুপুর সোয়া ১ টার দিকে কদমতলী এলাকার আট মার্চিং মোড়ে পেট্রোল পাম্পের সামনে এই ঘটনা ঘটেছে। কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, নাশকতার উদ্দেশ্য হঠাৎ করে বিএনপির ২৫-৩০ জন নেতাকর্মী মিছিল বের করে। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের আহবানে চলা অবরোধের দ্বিতীয় দিনে কদমতলি এলাকায় মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। পুৃলিশী তৎপরতাকে ফাঁকি দিয়ে ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ করা হয়। এসময় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ করে ককটেল বিস্ফোরণে জনমনে ভয় ভীতি দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। মিছিল করার সময় আট মার্চিং মোড়ে ২টি ককটেল বিস্ফোরণ ঘটায় ও গাড়ির কাঁচ ভাংচুর করে। এসময় টহল পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে তৌহিদুল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করে। পরে ঘটনাস্থলের আশেপাশে তল্লাশি চালিয়ে ১টি অবিস্ফোরিত ককটেল ও ২টি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার করে পুলিশ সদস্যরা। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
শিরোনাম
চট্টগ্রামে গাড়ী ভাংচুর ও ককটেল বিস্ফোরণ, আটক ১
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৩৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
- ০ Time View
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ