বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

প্রচ্ছদ /

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সিইসি

চট্টগ্রামে শ্রমিকদের বাসে আগুন

Add Your Heading Text Here

চট্টগ্রামে বিএনপির দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় দিন আনোয়ারার চাতরি চৌমুহনী বাজারে শ্রমিকদের নেওয়ার জন্য দাড়িঁয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।সোমবার (৬ নভেম্বর) ভোর ৪টার দিকে ট্রাফিক পুলিশ বক্স এলাকার মসজিদের পাশে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত বাস মালিক নাইম উদ্দিন এই প্রতিবেদককে জানান, আগুনে পুড়ে যাওয়া আমার চট্টমেট্রো জ ১১-০৭২৩ সিরিয়ালের বাসটি সকালে কেইপিজেড এর শ্রমিকদের কারখানায় নিয়ে যাওয়ার জন্য চাতরি চৌমুহনী বাজারে মসজিদের পাশে রাতে পার্কিং করে রাখা হয়েছিল। ভোর ৪টায় গাড়ি চালক ফোন করে বাসে আগুন লাগার খবর দেয়। ফায়ার সার্ভিস আগুন নেভানোর পর পুলিশের পরামর্শে গাড়িটি ওয়ার্কশপে নেওয়া হয়। আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মং সুইনু মামরা এই প্রতিবেদককে জানান, চাতরি চৌমুহনী বাজারে বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
চট্টগ্রামে ঝটিকা মিছিল করে অটোরিকশায় আগুন
বন্দরনগরী চট্টগ্রামে অবরোধের দ্বিতীয় দিন ভোরে ঝটিকা মিছিল করে অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃ্ত্তরা। এ সময় একটি কাভার্ডভ্যানও ভাঙচুর করেন তারা। সোমবার (৬ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে নগরের পাঁচলাইশ থানাধীন আতুরার ডিপো এলাকায় এ ঘটনা ঘটে। পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা এই প্রতিবেদককে বলেন, ভোর সাড়ে চারটার দিকে অবরোধের সমর্থনে আমিন জুট মিলের গলি থেকে ১৫-২০ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে। তারা রাস্তার পাশে রাখা একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দেয়। এ সময় একটি কাভার্ডভ্যানও ভাঙচুর করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ। বিএনপির দুই দফা অবরোধে চট্টগ্রামে এ নিয়ে ১১টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এর আগে রোববার রাতে বায়েজিদ-অক্সিজেন সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একইদিন সকালে পতেঙ্গা ধুমপাড়া এলাকায় পোশাকশ্রমিক বহনকারী একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ট্যাগঃ

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়