ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

চবিতে ঐতিহ্যবাহী লোকনাট্য দিদার বাদশার পালার মঞ্চায়ন 

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
  • ৩ Time View
মোঃ শামীম হোসাইন, চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নাট্যকলা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে মঞ্চায়ন হয় ঐতিহ্যবাহী লোকনাট্য দিদার বাদশার পালা। গত মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় এ পালা মঞ্চায়িত হয়।
এই লোকনাট্যের নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক সুবীর মহাজন। গায়েন আব্দুল আজিজের পালা অবলম্বনে গাজীর গানের কাহিনী নিয়ে রচিত হয় এই পালা। এই পালার সংগ্রাহক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আফসার আহমদ।
ঐতিহ্যবাহী লোকনাট্য দিদার বাদশার পালা মঞ্চায়ন উপভোগ করার জন্য জারুলতলায় জমায়েত হয় নাট্যকলা বিভাগের সকল শিক্ষার্থী ও অন্যান্য বিভাগের শত শত শিক্ষার্থী। লোকনাট্য দিদার বাদশার পালা বহু রসে সিক্ত। দর্শকরা যেমন প্রাণখোলে হেসেছিলেন অন্যদিকে করুণ রসে অশ্রুসিক্ত হয়ে আবেগে আপ্লুত হয়েছেন।
এ বিষয়ে নির্দেশক সুবীর মহাজন বলেন, আজকের মঞ্চায়ন পালাটি শিক্ষার্থীদের পরীক্ষার একটি অংশ। নাট্যকলা বিভাগের কাজ হলো নাটক নিয়ে কাজ করা। দিদার বাদশার পালা এটিও একটি ঐতিহ্যবাহী নাট্যের একটি অংশ। শিক্ষার্থীরা পড়ার পাশাপাশি প্রাক্টিকালি যাতে পরিবেশন করতে পারে এবং মানুষদেরকে যেন জানান দিতে পারে নাট্যকলা বিভাগ কি কাজ করে তার জন্য আমরা এমন আয়োজনে করেছি।
নাট্যকলা বিভাগের চেয়ারম্যান শাকিলা তাসমিন সাংবাদিকদের বলেন, দিদার বাদশার পালা আমাদের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের একটি কোর্সের অংশ। এটি একটি ঐতিহ্যবাহী নাটকের ফর্ম থেকে নেওয়া। আমাদের নতুন প্রজন্মকে পালা সম্পর্কে জ্ঞাত হওয়ার জন্য আমরা বাহিরে মঞ্চায়ন করেছি। তরুণ প্রজন্ম যেন পালা বুঝার সক্ষমতা অর্জন করতে পারে।
ট্যাগস :

চবিতে ঐতিহ্যবাহী লোকনাট্য দিদার বাদশার পালার মঞ্চায়ন 

আপডেট সময় : ১১:৫৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
মোঃ শামীম হোসাইন, চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নাট্যকলা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে মঞ্চায়ন হয় ঐতিহ্যবাহী লোকনাট্য দিদার বাদশার পালা। গত মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় এ পালা মঞ্চায়িত হয়।
এই লোকনাট্যের নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক সুবীর মহাজন। গায়েন আব্দুল আজিজের পালা অবলম্বনে গাজীর গানের কাহিনী নিয়ে রচিত হয় এই পালা। এই পালার সংগ্রাহক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আফসার আহমদ।
ঐতিহ্যবাহী লোকনাট্য দিদার বাদশার পালা মঞ্চায়ন উপভোগ করার জন্য জারুলতলায় জমায়েত হয় নাট্যকলা বিভাগের সকল শিক্ষার্থী ও অন্যান্য বিভাগের শত শত শিক্ষার্থী। লোকনাট্য দিদার বাদশার পালা বহু রসে সিক্ত। দর্শকরা যেমন প্রাণখোলে হেসেছিলেন অন্যদিকে করুণ রসে অশ্রুসিক্ত হয়ে আবেগে আপ্লুত হয়েছেন।
এ বিষয়ে নির্দেশক সুবীর মহাজন বলেন, আজকের মঞ্চায়ন পালাটি শিক্ষার্থীদের পরীক্ষার একটি অংশ। নাট্যকলা বিভাগের কাজ হলো নাটক নিয়ে কাজ করা। দিদার বাদশার পালা এটিও একটি ঐতিহ্যবাহী নাট্যের একটি অংশ। শিক্ষার্থীরা পড়ার পাশাপাশি প্রাক্টিকালি যাতে পরিবেশন করতে পারে এবং মানুষদেরকে যেন জানান দিতে পারে নাট্যকলা বিভাগ কি কাজ করে তার জন্য আমরা এমন আয়োজনে করেছি।
নাট্যকলা বিভাগের চেয়ারম্যান শাকিলা তাসমিন সাংবাদিকদের বলেন, দিদার বাদশার পালা আমাদের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের একটি কোর্সের অংশ। এটি একটি ঐতিহ্যবাহী নাটকের ফর্ম থেকে নেওয়া। আমাদের নতুন প্রজন্মকে পালা সম্পর্কে জ্ঞাত হওয়ার জন্য আমরা বাহিরে মঞ্চায়ন করেছি। তরুণ প্রজন্ম যেন পালা বুঝার সক্ষমতা অর্জন করতে পারে।