চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চলচ্চিত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) চবি চলচ্চিত্র সংসদের সভাপতি শামীম রানা শামু ও সাধারণ সম্পাদক আবিদ হাসান জয়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চলচ্চিত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আছেন নাট্যকলা বিভাগের শিক্ষার্থী উষাচিং মার্মা রাচিং, সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সাদিয়া খানম খুশবু, চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী মোহাম্মদ শহীদ এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইমাম ইমু।
এছাড়া কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আছেন ক্রিমিনোলজি ও পুলিশ সায়েন্স বিভাগের শিক্ষার্থী তৌফিক আহমেদ, বাংলাদেশ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফারজানা রিতু।
পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন সংস্কৃত বিভাগের শিক্ষার্থী আদিত্য গোস্বামী প্রমুখ।