বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

প্রচ্ছদ /

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সিইসি

চাঁদপুরে ট্রলারসহ ৬৭ কেজি গাঁজা উদ্ধার

Add Your Heading Text Here

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কানুদী লঞ্চঘাট এলাকা থেকে ট্রলারসহ ৬৭ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে কোস্টগার্ড।

বুধবার (৮ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের টহল সদস্যরা অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করেন।

দুপুরে এসব তথ্য গনমাধ্যমকে নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহনকারী কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের সাব লেফট্যানেন্ট ফজলুল হক।

তিনি জানান, আজ সকাল আনুমানিক ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক ৭ সদস্য বিশিষ্ট একটি আভিযানিক দল কর্তৃক চাঁদপুর জেলার কানদী লঞ্চঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন চাঁদপুর হতে ঢাকাগামী একটি ইঞ্জিন চালিত স্টিলবডি ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড আভিযানিক দল কর্তৃক ট্রলারটি থামার সংকেত দেয়া হয়। ট্রলারে থাকা মাদক ব্যাসায়ীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে কানুদী লঞ্চঘাট এলাকায় ট্রলারটি ভিড়িয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ট্রলারটি তল্লাশি করে পাটাতনের নিচে লুকিয়ে রাখা ৬৭ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ট্রলারটি জব্দ করা হয়।

জব্দকৃত গাঁজা ও  ট্রলার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চাঁদপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

ট্যাগঃ

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়