নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের মৃত্যুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর গভীর শোক প্রকাশ করেছেন।
শনিবার (১১ নভেম্বর) উপাচার্য তাঁর শোকবার্তায় প্রয়াত অধ্যাপকের আত্মার চিরশান্তি কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়-পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এক শোকবার্তায় উপাচার্য বলেন, “অধ্যাপক ড. ইমদাদুল হকের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং উপাচার্য হিসেবে বিভিন্ন ফোরামে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ তাঁর হয়েছে। প্রফেসর ইমদাদ ছিলেন সরল ও প্রাণপ্রাচুর্যে ভরা একজন মানুষ। দেশের স্বনামধন্য শিক্ষাবিদ ও উদ্ভিদবিজ্ঞানী হিসেবেও তিনি ছিলেন সমধিক পরিচিত। তাঁর মৃত্যুতে দেশ একজন দক্ষ শিক্ষাপ্রশাসক ও অনুসন্ধিৎসু পণ্ডিতকে হারালো। ছাত্র ও সহকর্মীদের হৃদয়ে তিনি বেঁচে থাকবেন দীর্ঘদিন।”
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক শনিবার (১১ নভেম্বর) ভোর ৫টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) বলে জানা যায়।