ঝালকাঠিতে একটি লেগুনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে লেগুনাটি সম্পূর্ণ পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে শহরের কলেজ রোড এলাকার সমাজসেবা অফিসের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শহরের কলেজ রোড এলাকার সমাজসেবা কার্যালয়ের সামনের সড়কে লেগুনাটি দাঁড়িয়ে ছিল। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ লেগুনাটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নেভায়। এতে কেউ আহত হয়নি। তবে, লেগুনাটি সম্পূর্ণ পুড়ে যায়।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন, দুর্বৃত্তের দেওয়া আগুনে একটি লেগুনা পুড়ে গেছে। এ ঘটনায় অনুসন্ধান চলছে।