ঝালকাঠিতে অর্ধশত হাফেজ শিশুর মাঝে কোরআন শরীফ প্রদান করা হয়েছে। আওয়ালীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এপির স্ত্রী ফিরোজা আমুর মৃত্যুবাকির্ষী উপলক্ষ্যে বুধবার বিকালে শহরের ফকিরবাড়ি ইসাহাকিয়া কমপ্লেক্স ও হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিশুদের হাতে কোরআন শরীফ তুলে দেন জাতীয় শ্রমিক লীগ ঝালকাঠি জেলা শাখার আহবায়ক মো. ছবির হোসেন। এসময় মাদ্রাসার ইমাম হাফেজ মো. আলমগীর, হাফেজ মো. সানাউল্লাহ তামিম উপস্থিত ছিলেন। পরে ফিরোজা আমুর আত্মার শান্তি কামলা দোয়া ও মোনাজাত করা হয়।
