ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

টাঙ্গাইলে অবরোধে গণপরিবহন চালানোর ঘোষণা

বিএনপি’র ডাকা অবরোধ চলাকালীন টাঙ্গাইলে ঢাকাসহ সারা দেশের সাথে গণপরিবহন চালানোর ঘোষণা দিয়েছে বাস কোচ মিনিবাস মালিক সমিতি। একইসঙ্গে অবরোধ উপেক্ষা করে সকল প্রকার ট্রাকও চলাচল করবে বলে জানান তারা। তবে এ বিষয়ে প্রশাসনের কাছে মহাসড়কে চলাচলের সময় গাড়ির নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

সোমবার দুপুরে টাঙ্গাইলের নতুন বাস টার্মিনালে টাঙ্গাইল মালিক-শ্রমিকদের সাথে পুলিশের মত বিনিময় সভায় এ ঘোষণা দেন জেলা বাস কোচ মিনিবাসসহ বিভিন্ন পরিহনের মালিক ও শ্রমিক সমিতির নেতারা।
সোমবার দুপুর থেকেই শ্রমিকরা সমিতির সিদ্ধান্ত মোতাবেক গণপরিবহন চালানোর সহমত পোষণ করেন।
অবরোধে পুলিশের বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে এসব গণপরিবহন এবং ট্রাক চলাচল করবে বলে পুলিশ জানান।
এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। টাঙ্গাইলের বাস কোচ মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দীন, বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি, বাস কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম লাভলু, ট্রাক মালিক সমিতির সভাপতি শরিফ হাজারী এবং ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি বালা মিয়া প্রমুখ।
এ ব্যাপারে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। অতীতের অভিজ্ঞতা কাজে চালিয়ে সবাইকে সাথে নিয়ে আমরা কাজ করতে চাই। অর্থনৈতিক চাকা নির্ভর করে পরিবহনের উপর। তাই পরিবহন বেশিদিন বন্ধ থাকলে দেশ ও জাতির জন্য ক্ষতিকর। সে মোতাবেক অবরোধের মধ্যে সারা দেশের সাথে জেলার গণপরিবহন চলাচল চালু থাকবে। নিদিষ্ট সময়ে এসব গণপরিবহন পুলিশের নিরাপত্তা মধ্যে দিয়ে চলাচল করবে। বিভিন্ন জেলার পুলিশ সদস্যদের সাথে সমন্বয় করে নিরাপত্তা দেয়া হবে।
ট্যাগস :

টাঙ্গাইলে অবরোধে গণপরিবহন চালানোর ঘোষণা

আপডেট সময় : ০৭:২১:০৬ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
বিএনপি’র ডাকা অবরোধ চলাকালীন টাঙ্গাইলে ঢাকাসহ সারা দেশের সাথে গণপরিবহন চালানোর ঘোষণা দিয়েছে বাস কোচ মিনিবাস মালিক সমিতি। একইসঙ্গে অবরোধ উপেক্ষা করে সকল প্রকার ট্রাকও চলাচল করবে বলে জানান তারা। তবে এ বিষয়ে প্রশাসনের কাছে মহাসড়কে চলাচলের সময় গাড়ির নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

সোমবার দুপুরে টাঙ্গাইলের নতুন বাস টার্মিনালে টাঙ্গাইল মালিক-শ্রমিকদের সাথে পুলিশের মত বিনিময় সভায় এ ঘোষণা দেন জেলা বাস কোচ মিনিবাসসহ বিভিন্ন পরিহনের মালিক ও শ্রমিক সমিতির নেতারা।
সোমবার দুপুর থেকেই শ্রমিকরা সমিতির সিদ্ধান্ত মোতাবেক গণপরিবহন চালানোর সহমত পোষণ করেন।
অবরোধে পুলিশের বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে এসব গণপরিবহন এবং ট্রাক চলাচল করবে বলে পুলিশ জানান।
এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। টাঙ্গাইলের বাস কোচ মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দীন, বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি, বাস কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম লাভলু, ট্রাক মালিক সমিতির সভাপতি শরিফ হাজারী এবং ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি বালা মিয়া প্রমুখ।
এ ব্যাপারে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। অতীতের অভিজ্ঞতা কাজে চালিয়ে সবাইকে সাথে নিয়ে আমরা কাজ করতে চাই। অর্থনৈতিক চাকা নির্ভর করে পরিবহনের উপর। তাই পরিবহন বেশিদিন বন্ধ থাকলে দেশ ও জাতির জন্য ক্ষতিকর। সে মোতাবেক অবরোধের মধ্যে সারা দেশের সাথে জেলার গণপরিবহন চলাচল চালু থাকবে। নিদিষ্ট সময়ে এসব গণপরিবহন পুলিশের নিরাপত্তা মধ্যে দিয়ে চলাচল করবে। বিভিন্ন জেলার পুলিশ সদস্যদের সাথে সমন্বয় করে নিরাপত্তা দেয়া হবে।