টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে নাজমা বেগম(৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ১১ ঘটিকায় ধেরুয়া রেলক্রসিং এলাকায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনে ওই নারী কাটা পড়ে। পরে ওই নারীর মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ।
পুলিশ জানায় মৃত নাজমা বেগম গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার, রায় গ্রামের হামিদুর ইসলাম এর স্ত্রী। মির্জাপুর নাহিদ মিল এ কর্মরত ছিলেন তিনি। শাক তুলার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে ধেরুয়া এলাকায় আসেন রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে থানার এএসআই শাহ আলম বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরিবার থেকে কোনো বাদী না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।