বঙ্গবন্ধু টানেলে আবারও দুর্ঘটনা ঘটেছে। এনিয়ে দ্বিতীয়বারের মতো দুর্ঘটনা ঘটলো বঙ্গবন্ধু টানেলে।এ ঘটনায় ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (৩ নভেম্বর) রাতে দুর্ঘটনাটি হয় বলে জানিয়েছেন টানেলের সহকারী ম্যানেজার (নিরাপত্তা) জাহাঙ্গীর আলম।তিনি এই প্রতিবেদককে বলেন, আমি ঘটনাস্থলে নেই। তবে ওখানে থাকা কয়েকজনের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছেন প্রাইভেটকারটি আনোয়ারা প্রান্তের দিকে যাওয়ার পথে বেপরোয়া গতিতে আসা একটি বাস ওভারটেক করতে গিয়ে কারটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পরে আরও বিস্তারিত জানাতে পারব। তবে বাসের চালক পলাতক। এছাড়া গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এদিকে, এ দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গাড়ির পেছনের অংশ দুমড়েমুচড়ে গেছে এবং গাড়িটি টানেলের ওয়াকওয়েতে আছড়ে পড়েছে। এছাড়া টানেল চালুর দিনই আনোয়ারা প্রান্তে টোল প্লাজার অদুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাডো আইল্যান্ডের ওপর উঠে যায়।
শিরোনাম
টানেলে দুর্ঘটনার কবলে বাস-প্রাইভেটকার
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:০০:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
- ০ Time View
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ