বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

প্রচ্ছদ /

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সিইসি

তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের নিয়ে খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস পালন 

Add Your Heading Text Here

হলাপ্রুসাই মারমা, খাগড়াছড়ি

আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে রবিবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালায়  এক ঝাঁক নারী উদ্যোক্তাদের নিয়ে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে মিলন মেলার আয়োজন করেন খাগড়াছড়ি নারী উন্নয়ন সংস্থা।
দিবসটি উপলক্ষে দিন ব্যাপী অনুষ্ঠানে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়ির স্থানীয় অর্ধ শতাধিক নারী উদ্যোক্তাদের পন্য পদর্শনী, কেককাটা ও উদ্যোক্তা হয়ে উঠার গল্প বলায় সাজানো হয়েছিলো অনুষ্ঠানমালা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসকের উপ-পরিচালক স্থানীয় সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি, নাজমুন আরা সুলতানা।
প্রধান অতিথি নাজমুন আরা সুলতানা বলেন বর্তমান বিশ্বের আর্থসামাজিক প্রেক্ষাপটে অর্থনীতিকে আরও শক্তিশীল ও গতিময় করতে কাজ করে যাচ্ছেন নারী উদ্যোক্তারা। একজন প্রকৃত  নারী উদ্যোক্তা হিসেবে অর্থনীতিতে নারীর প্রবেশ যেমন কর্মসংস্থানের সৃষ্টি করছে, তেমনি ছড়িয়ে দিচ্ছে নারীর ক্ষমতায়নের দৃষ্টান্ত। নারী যে পিছিয়ে নেই এটিই তার অন্য রকম প্রমান।
খাগড়াছড়ি নারী উন্নয়ন সংস্থার সভাপতি তাসলিমা আক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি ছিলেন  জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার নাহিদ নাজিয়া।
অনুষ্ঠানে খাগড়াছড়ি নারী উন্নয়ন সংস্থার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিনেইচিং মারমার সঞ্চালনায় নারী উদ্যোক্তা হয়ে উঠার গল্পবলায় সকলের অংশগ্রহনে এসময় তাদের উদ্যোক্তা হয়ে ওঠার বাস্তব গল্পে সকলের অনুপ্রেরনা আরো বেড়ে যায়।
এসময়  খাগড়াছড়ি জেলার তৃণমূল পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র  নারী উদ্যোক্তা ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

ট্যাগঃ

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়