দীর্ঘ ১৯ বছর প্রতীক্ষার পর আগামীকাল নরসিংদী আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেক প্রত্যাশায় নরসিংদীবাসী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত নরসিংদী আসছেন ১২ নভেম্বর। সর্বশেষ ২০০৪ সালে নরসিংদী জেলা আওয়ামী লীগের সমাবেশে যোগ দিয়েছিলেন শেখ হাসিনা। এদিন তিনি উদ্বোধন করবেন পরিবেশবান্ধব ঘোড়াশাল পলাশ সার কারখানা। ২০২২ সালের ২১শে এপ্রিল আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যার উৎপাদন ক্ষমতা ধরা হয়েছে বার্ষিক ৯ লাখ ২৪ হাজার মেট্রিক টন। ২০০৩ সালের ডিসেম্বরে নির্মাণ কাজ সম্পন্ন হয় নির্ধারিত সময়ের দুই মাস পূর্বেই।এখন পরীক্ষামূলকভাবে উৎপাদন কাজ চলছে। ১১০ একর জমির উপর নির্মাণাধীন করা হয়েছে ১৫ হাজার ৫০০ কোটি টাকার এই প্রকল্প । আজ শনিবার মাননীয় শিল্পমন্ত্রী সার কারখানা পরিদর্শন করেন। তার সাথে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডক্টর আনোয়ারুল আশরাফ খান, শিল্প সচিব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সার কারখানা উদ্বোধনের পর একই দিনে প্রধানমন্ত্রী নরসিংদীর মেসলেহ উদ্দিন স্টেডিয়ামে জনসমাবেশে যোগ দিবেন। নরসিংদী জেলার সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা মিয়া বলেন, নরসিংদীর কৃষি ও শিল্পের ব্যাপক অবদান রয়েছে দেশের অর্থনীতিতে। তাই নরসিংদীতে যদি শিল্পনির্ভর প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে তাহলে শুধু নরসিংদী বাসী নয়, দেশবাসী উপকৃত হবে। একই সঙ্গে নরসিংদী বাসীর দীর্ঘদিনের দাবি -বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং উৎপাদিত সবজি সংরক্ষণের জন্য হিমাগার স্থাপনের । নরসিংদী বাসীর এসব দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার দিবেন এই প্রত্যাশা নরসিংদীবাসীর।
নরসিংদী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে নরসিংদী। পুলিশ সদস্য ছাড়াও আইন সংস্থার বিভিন্ন বাহিনী মোতায়েন রয়েছে। নরসিংদী জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।