বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

প্রচ্ছদ /

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সিইসি

দুর্বৃত্তদের আগুনে পুড়ল যাত্রীবাহী বাস

Add Your Heading Text Here

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে বিএনপি-জামাতের ডাকা চলমান সকাল–সন্ধা হরতালে যাত্রীবাহী বাসের আগুন ধরিয়েছে দুর্বৃত্তরা।

রোববার সকালে সাড়ে ৮টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের তরা এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনায় যাত্রীবাসটি পুড়ে গেলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে শিকালয়ের আরিচা থেকে যাত্রী নিয়ে মানিকগঞ্জের দিকে আসছি বাসটি। কিন্তু যাত্রীবাহী বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের সড়র উপজেলার তলা এলাকায় পৌছালে বাসটিকে থামিয়ে যাত্রীদের নামিয়ে বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ারি সার্ভিসের সদস্য আগুন নিয়েন্ত্রণে আনে।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছিয়ে প্রায় আধাঘন্টা চেষ্টা করে বাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকান্ডের ঘটনায় বাসটি পুড়ে গেছে। তদন্ত করে বাসটির ক্ষয়-ক্ষতির পরিমান জানানো যাবে বলেও তিনি জানান।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়ার মাহবুব জানান, অগ্নিকান্ডের ঘটনায় কোন হতহতের ঘটনা ঘটেনি। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং দুর্বৃত্ত্বদের আটকের চেষ্টা চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হরতাল সমর্থনকারী অগ্নিকান্ডের ঘটনা ঘটাতে পারে বলেও তিনি জানান।

ট্যাগঃ

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়