‘পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) জেলা পুলিশের উদ্যোগে শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর থানা চত্বরে এসে শেষ হয়। পরে থানা চত্বরে আলোচনা সভা ও পুরস্কার বিতারণ করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন। এ সময়ে তিনি বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা সম্ভব।
প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। এ সময়ে তিনি বলেন, কমিউনিটি পুলিশিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। পুলিশ ও জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।

এছাড়াও পুলিশ-জনতার ঐক্যের ডাক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত পুলিশ সুপার মো: আনোয়ার হোসেন, এএসপি তারেক আল মেহেদী, এএসপি দোলন মিয়া, আব্দুল হাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওবাইদুর রহমান।
এ সময়ে বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণের অংশগ্রহণে অপরাধ প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ ব্যবসা প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি, নাগরিকদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনতার মধ্যে সুসম্পর্ক গড়ে উঠে, যা নিরাপদ সমাজ গড়ে তোলার জন্য অপরিহার্য।