টানা নবমবার ‘জাতীয় রপ্তানি ট্রফি’ (স্বর্ণ) অর্জন করল সার্ভিস ইঞ্জিন লিমিটেড। ২০২০-২০২১ অর্থবছরে সর্বোচ্চ রপ্তানি আয়ের জন্য এবার এ ট্রফি পেয়েছে প্রতিষ্ঠানটি। ৮ নভেম্বর রাজধানীর ওসমানী স্মৃতি মলিনায়তনে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ ট্রফি তুলে দেন কোম্পানিটির চেয়ারম্যান ও আব্দুল মোনেম লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এএসএম মহিউদ্দিন মোনেমের হাতে।
সার্ভিস ইঞ্জিন লিমিটেড দেশের অন্যতম ব্যবসায়িক গ্রুপ আব্দুল মোনেম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান। দেশের শীর্ষস্থানীয় বিজনেস প্রসেস আউটসোর্স (বিপিও) সেবাদানকারী প্রতিষ্ঠান সার্ভিস ইঞ্জিন লিমিটেড, দেশ ও দেশের বাইরে বিভিন্ন স্থানে তাদের সার্ভিস সেন্টার পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটি ডিজিটাল অ্যাড অপারেশন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ক্রিয়েটিভ সার্ভিস, ডাটা সল্যুশন, মিডিয়া প্ল্যানিং ও কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে কাজ করে। আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহের পাশাপাশি দেশের বিভিন্ন সরকারি দপ্তরের অটোমেশন কার্যক্রমে প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছে সার্ভিস ইঞ্জিন লিমিটেড।
শিরোনাম
নবমবার ‘জাতীয় রপ্তানি ট্রফি’ অর্জন করল সার্ভিস ইঞ্জিন
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:১৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
- ১ Time View
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ