নরসিংদীর রায়পুরায় ২০ বোতল বিদেশি মদসহ দুইজনকে আটক করেছে রায়পুরা থানা পুলিশ।আজ মঙ্গল বার সকালে রায়পুরা থানা এলাকার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান চত্বরের ঢাকা সিলেট মহাসড়কের মাহমুদাবাদ ব্রীজ এলাকা থেকে তাদের আটক করা হয়। এবিষয়ে রায়পুরা থানার উপ-পরিদর্শক (এস আই)আরিফ রাব্বানী জানান,গোপন সংবাদের বিত্তিতে জানতে পারি মাহমুদাবাদ ব্রিজ এলাকায় মাদক বিক্রি হচ্ছে তাৎক্ষণিক আমি সহ আমার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে যাই পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যাবসায়ীরা পালিয়ে যাওয়ার চেস্ঠা করলে তাদের আটক করে জিঙ্গাসা বাদ করি।আটককৃতরা হলেন
সুনামগঞ্জ জেলার দোয়ারা থানার চাটুপাড় গ্রামের হোসিয়ার আলীর ছেলে শাকিব(২৩) ও নরসিংদী জেলার শিবপুর উপজেলার নোয়াদিয়া গ্রামের আলমগীর মৃধার ছেলে রাজিব(২৬)।
এবিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকতা(ওসি) আজিজুর রহমান বলেন গ্রেফতার কৃত দুজনের বিরোদ্দে মাদকদব্র আইনে মামলা হয়েছে।
