বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

প্রচ্ছদ /

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সিইসি

নান্দাইলে আফেন্দি নুরুল ইসলামের ৪৫৩তম একক প্রতিবাদ 

Add Your Heading Text Here

নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলার অবসরপ্রাপ্ত অধ্যাপক আফেন্দি নুরুল ইসলাম
সমাজে ঘটে যাওয়া বিভিন্ন অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে একক প্রতিবাদ করে যাচ্ছেন। রবিবার (২৯ অক্টোবর) বিকালে একটি বাঁশের স্টিকে প্রতিবাদী প্লেকার্ড নিয়ে নান্দাইলের জনবহুল হাটবাজার পায়ে হেঁটে হেঁটে নিজের ৪৫৩তম একক প্রতিবাদ জানান।
নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আর্দশ ডিগ্রী কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি দেশে-বিদেশে ঘটে যাওয়া বিভিন্ন সমসাময়িক অন্যায় কর্মকান্ডের বিরুদ্ধে একক প্রতিবাদ করেন।
রবিবার বিকালে দেখা যায়- নান্দাইল নোহা লাইব্রেরীর সামনে অভিনব প্রতিবাদের প্লেকার্ড হাতে নিয়ে ৭৬ বছর বয়সে পায়ে হেঁটে হেঁটে নান্দাইল বাজারের দিকে যাচ্ছেন।  হাতে বাঁশের স্টিকের প্লেকার্ড,চোখে রঙিন ফ্রেমের চশমা। রাস্তার পাশ দিয়ে হেঁটে চলা মানুষজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কেউ আবার ছবি তুলে অভিনব প্রতিবাদ ফেসবুকে পোস্ট দিচ্ছে।
প্ল্যাকার্ডে শিরোনামে লেখা- আমার স্বদেশ স্বাধীন বাংলাদেশ নেই তো কি প্রয়োজন আমার এই সূর্যের” জয় বাংলা জয় বঙ্গবন্ধু চিরজীবি বাংলাদেশ।
নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. জহিরুল ইসলাম লিটন বলেন- দীর্ঘদিন যাবত স্যার এমন অভিনব প্রতিবাদ করে আসছে। অন্যায়ের বিরুদ্ধে উনার মত সকল মানুষ প্রতিবাদ করলে সমাজে অন্যায় অত্যাচার হত না।
আফেন্দি নুরুল ইসলাম বলেন- আমি সব সময় অন্যায়ের প্রতিবাদ করে যাচ্ছি। এটি আমার ৪৫৩তম প্রতিবাদ। যতদিন বেঁচে থাকবো এইভাবেই প্রতিবাদ করে যাবো।

ট্যাগঃ

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়