জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী কর অঞ্চল নারায়ণগঞ্জ কর্তৃক করদাতাদের আয়কর রিটার্ন দাখিল ও প্রাপ্তি স্বীকারপত্র প্রদান সহজীকরণের লক্ষ্যে আয়কর তথ্য সেবা মাস (১-৩০ নভেম্বর) উদযাপন করছে। এ উপলক্ষ্যে আয়কর তথ্য সেবা মাস উদ্ধোধন করেন কর কমিশনার শারমিন ফেরদৌসি। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত কর কমিশনার পরিদর্শী রেঞ্জ-১ মোঃ শাব্বির আহমদ, যুগ্ম কর কমিশনার পরিদর্শী রেঞ্জ-২ কাজী আবু মাহমুদ ফয়সাল, পরিদর্শী রেঞ্জ-৩ ফেরদৌসি হোসেন, পরিদর্শী রেঞ্জ-৪ শাহ মোহাম্মদ মারুফ, উপ কর কমিশনার সদর দপ্তর (প্রশাসন) মোঃ দাউদ হোসেন, উপ কর কমিশনার সদর দপ্তর (প্রায়োগিক), কর অঞ্চল নারায়ণগঞ্জের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
উদ্ধোধনকালে কর কমিশনার শারমিন ফেরদৌসি কর কর্মকর্তাদের আয়কর তথ্য সেবা মাস উপলক্ষে আন্তরিকভাবে সেবা প্রদানের আহবান জানান।
আয়কর তথ্য সেবা মাস উপলক্ষে কর অঞ্চল নারায়ণগঞ্জ এর অধীনস্থ নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার অফিসসমূহেও সেবা প্রদান করা হচ্ছে।