ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য আমরা ঐক্যবদ্ধ: নিজাম হাজারী এমপি 

ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন, আমাদের মা-বোনেরা এখন সর্বত্র নিরাপদ।  আগে তাঁদের কন্যা সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় থাকতেন,  কখন স্কুল থেকে আসবে, নিরাপদে আসতে পারবে কিনা, এখন মায়েদের সেই চিন্তা নেই। এই কৃতিত্ব প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার। তাই শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থীকে নির্বাচিত করতে আমরা ফেনীবাসি ঐক্যবদ্ধ।
সোমবার বিকালে ফেনী পৌর আওয়ামীলীগ আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
নিজাম হাজারী বলেন, গত ১৫ বছরে ফেনীতে ফ্লাইওভার, বিদ্যুতকেন্দ্র ও অর্থনৈতিক অঞ্চলসহ বহু অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শান্তি প্রতিষ্ঠায় কাজ করেছে আওয়ামীলীগ সরকার। এধারা অব্যাহত রাখতে আগামি নির্বাচনে নৌকা মার্কায় মা-বোনদের ভোট চাই।
পৌর আওয়ামীলীগ সভাপতি আইনুল কবির শামীমের সভাপতিত্বে ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তারের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, সাবেক সাংসদ জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জাহান আরা সুরমা, সাধারন সম্পাদক লায়লা জেসমিন বড় মনি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি।
বক্তারা বলেন, ফেনীর ইতিহাসে এটি সবচেয়ে বড় নারী সমাবেশ।  এ সমাবেশ প্রমান করে ফেনীর আওয়ামীলীগ অতীতের যেকোন সময়ের তুলনায় অনেক সুসংগঠিত।  ফেনীর তিনটি আসনে আওয়ামীলীগের প্রার্থী জয়লাভ করবে।
সমাবেশে ফেনী শহরের ১৮টি ওয়ার্ডের মহিলালীগ ও যুব মহিলালীগের ২০ হাজার নারী নেত্রী -কর্মী উপস্থিত ছিলেন।
ট্যাগস :

নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য আমরা ঐক্যবদ্ধ: নিজাম হাজারী এমপি 

আপডেট সময় : ০৭:৪৬:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন, আমাদের মা-বোনেরা এখন সর্বত্র নিরাপদ।  আগে তাঁদের কন্যা সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় থাকতেন,  কখন স্কুল থেকে আসবে, নিরাপদে আসতে পারবে কিনা, এখন মায়েদের সেই চিন্তা নেই। এই কৃতিত্ব প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার। তাই শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থীকে নির্বাচিত করতে আমরা ফেনীবাসি ঐক্যবদ্ধ।
সোমবার বিকালে ফেনী পৌর আওয়ামীলীগ আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
নিজাম হাজারী বলেন, গত ১৫ বছরে ফেনীতে ফ্লাইওভার, বিদ্যুতকেন্দ্র ও অর্থনৈতিক অঞ্চলসহ বহু অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শান্তি প্রতিষ্ঠায় কাজ করেছে আওয়ামীলীগ সরকার। এধারা অব্যাহত রাখতে আগামি নির্বাচনে নৌকা মার্কায় মা-বোনদের ভোট চাই।
পৌর আওয়ামীলীগ সভাপতি আইনুল কবির শামীমের সভাপতিত্বে ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তারের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, সাবেক সাংসদ জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জাহান আরা সুরমা, সাধারন সম্পাদক লায়লা জেসমিন বড় মনি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি।
বক্তারা বলেন, ফেনীর ইতিহাসে এটি সবচেয়ে বড় নারী সমাবেশ।  এ সমাবেশ প্রমান করে ফেনীর আওয়ামীলীগ অতীতের যেকোন সময়ের তুলনায় অনেক সুসংগঠিত।  ফেনীর তিনটি আসনে আওয়ামীলীগের প্রার্থী জয়লাভ করবে।
সমাবেশে ফেনী শহরের ১৮টি ওয়ার্ডের মহিলালীগ ও যুব মহিলালীগের ২০ হাজার নারী নেত্রী -কর্মী উপস্থিত ছিলেন।