পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে শেখ হাসিনার উন্নয়ন ও শান্তি র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় জেলা আওয়ামী ওলামালীগের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
এতে বাংলােদশ আওয়ামী ওলামালীগের কেন্দ্রী কমিটির সভাপতি মাওলানা ড: কে এম মো: আব্দুল মমিন সিরাজি, পঞ্চগড় জেলা আওয়ামী ওলামালীগের সভাপতি মাওলানা মো: হাবিবুর রহমান,সাধারণ সম্পাদক মো: মাজাহারুল হকসহ নেতা-কর্মীরা অংশ নেন।
র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষণিক করে একই জায়গায় এসে শেষ হয়।
পরে জেলা পরিষদ চত্বরে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।