কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় রাকিব (২৬) নামে একজন নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কোদালিয়া চৌরাস্তা বাজারের কাছে পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার নৌরিন কফি হাউজের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত রাকিব কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জিনারাই গ্রামের চান মিয়ার ছেলে। রাকিবের মা ললিতা বেগম চৌদ্দশত ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে কোদালিয়া চৌরাস্তা বাজারের কাছে সিএনজি চালিত অটোরিকশার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মটরসাইকেল আরোহী রাকিব গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।