বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

প্রচ্ছদ /

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সিইসি

পাবনায় হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড

Add Your Heading Text Here

পাবনায় জমি নিয়ে বিরোধে একটি হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড এবং ৮ জনকে খালাস দিয়ে রায় দিয়েছেন আদালত। গতকাল
সোমবার বেলা ১১টার দিকে পাবনার বিশেষ জজ আদালতের (জেলা জজ) বিচারক আহসান তারেক এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, পাবনার ঈশ্বরদী উপজেলার বাবুলচারা গ্রামের ইউসুফ আলী শাহর‌ ছেলে জিয়া শাহ ও মজিবর শাহ, মৃত গেদু
শাহের ছেলে শাহজাহান শাহ, মৃত তফু শাহের ছেলে আতু শাহ, পরশ উল্লা শাহের সেন্টু শাহ ও মৃত গফুর শাহের ছেলে ইয়ারুল শাহ।
আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। অপর ৮ আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের খালাস দেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৯ সেপ্টেম্বর কৃষি জমি নিয়ে বিরোধের জের ধরে ক্ষেতের মধ্যেই বাবুলচারা গ্রামের সিদ্দিকুর
রহমান শাহের ছেলে সিকেন্দার শাহকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এঘটনায় নিহতের ভাই জিন্নাত শাহ ১৬ জনের নাম উল্লেখ করে ঈশ্বরদী
থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা চলাকালিন দুই আসামির মৃত্যু হওয়ায় ২০১১ সালের ৪ জানুয়ারি ১৪ জনের নামে চার্জশিট দাখিল
করে পুলিশ‌। এরপর দীর্ঘ শুনানি শেষে গতকাল সোমবার রায় ঘোষণা করেন আদালত।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট দেওয়ান মজনুল হক এবং আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট
কাজী সাইদুর রহমান। আসামিপক্ষের আইনজীবী জানান, আসামিরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন, উচ্চ আদালতে আপিল করা হবে।

ট্যাগঃ

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়