হলাপ্রুসাই মারমা, খাগড়াছড়ি প্রতিনিধি
ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৬ বছর পূর্তি উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে প্রস্তুতি সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পার্বত্য জেলা পরিষদ আয়োজনে আজ বুধবার সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্বে করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।
জেলা পরিষদে নির্বাহী কর্মকর্তা টিটন খীসা উপস্থাপনায় অনুষ্ঠানে শরনার্থী বিষযক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণচন্দ্র চাকমা, জেলা পরিষদে মূখ্য নির্বাহী কর্মকতা সুমন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মুমিদ রাইহান, জেলা পরিষদ সদস্য কল্যান মিত্র বড়ুযা, শতরুপা চাকমা, নীলোৎপল খীসাসহ জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, জনপ্রতিনিধি বৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব সহ অনেকেই উপস্থিত ছিলেন।