বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও উন্নয়ন সমাবেশ করেছে পিরোজপুর জেলা যুবলীগ, ছাত্রলীগ,
স্বেচ্ছাসেবক লীগ এর নেতৃীবৃন্দ। শনিবার (১১ নভেম্বর) সকালে শহরের সিও অফিস বঙ্গবন্ধু চত্ত্বর থেকে র্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে এসে উন্নয়ন সমাবেশে মিলিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, কেন্দ্রীয় যুবলীগের সদস্য কামরুজ্জামান খান শামীম, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, জেলা মৎসজীবী লীগের আহবায়ক সিকদার চান, জেলা আওয়ামী লীগের সদস্য গোপাল বসু, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল আহসান, জেলা যুবলীগের সহ- সভাপতি জাহিদ হোসেন পিরু, জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিক, সাধারণ সম্পাদক ইখতেখার মাহমুদ সজল, আব্দুল আলিম শিকদার প্রমূখ। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম হাওলাদার রায়হান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহেল শেখ রুবেল, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল খান, মোঃ আলিম উদ্দিন শেখ মিন্টু, শামীম আহসান শাকিল, দেবজ্যোতি দাস, মোঃ রিয়াজ হোসেন প্রমূখ। সামাবেশ শেষে কেক কাটা হয় এবং সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
