রাঙ্গামাটি শহরের ভেদভেদী এলাকায় বাস দুর্ঘটনার পলাতক চালক নুরুল আবছারকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে পুলিশ সুপারে কার্যালয়ে সংবাদ সম্মলনে এই তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মারুফ আহম্মদ। এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহ নেওয়াজ রাজু, সদর সার্কেল জাহিদ হোসেন, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আরিফ হোসেন প্রমুখ।
সংবাদ সম্মলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. মারুফ আহম্মদ জানান, বাস দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়। পরে নিহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পুলিশ চালক নুরুল আবছারকে গ্রেফতার অভিযান শুরু করে।
রাঙ্গামাটি জেলা পুলিশের একাধিক টিম বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে গত ৮ নভেম্বর রাত অনুমান সাড়ে এগারটার চট্টগ্রাম পাঁচলাইশ থানাধীন জামিয়াতুল সুন্নিয়া মাদ্রাসা এলাকা হতে অভিযান পরিচালনা করে বাস চালক নুরুল আবছারকে গ্রেফতার করা হয়।
অভিযানে তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাঙ্গামাটি জেলা পুলিশ, জেলা গোয়েন্দা শাখার (ডিবি)’র একটি টিম, সাইবার ক্রাইম মনিটরিং সেল এবং কোতয়ালী থানা পুলিশ কাজ কের।
উল্লেখ্য গত শনিবার (৪ নভেম্বর) দুপুরে জেলা শহরের ভেদভেদী বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসের [গাড়ি নম্বর: চট্টমেট্রো-জ ১১-০০১৮] ধাক্কায় সিএনজি-অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালকসহ আহত হন আরও চারজন।
নিহতরা হলেন- পরী চাকমা (৪৮) ও গুরিমিলে চাকমা (৫০)। আহতরা হলেন- পিন্টু চাকমা (২২), রিপন চাকমা (৪০), রিকন চাকমা (২৬) ও পরি চাকমা (৪৮)। হতাহতরা সকলেই রাঙ্গামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের যৌথ খামার এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে অটোরিকশা চালক পিন্টু চাকমা রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকী তিনজন চিকিৎসা নিচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে।
শিরোনাম
পুুলিশি অভিযানে ঘাতক বাস চালক গ্রেফতার
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:১৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
- ০ Time View
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ