ফেনী জেলার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন হয়েছে। সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সে জাতীয় ইমাম সম্মেলনে ফেনী জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক
কেন্দ্রের উদ্বোধনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফেনীজেলাসহ ৬ষ্ঠ ধাপে সারাদেশে মোট ৫০টি মসজিদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। জেলার মডেল মসজিদটি সদর উপজেলার শর্শদি ইউনিয়নের ফতেহপুর গ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত।
উদ্বোধন অনুষ্ঠানে ফেনী থেকে অনলাইনে সংযুক্ত ছিলেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলসহ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও সরকারি বেসরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
এ বিষয়ে ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেনীর জন্য উন্নয়ন করেছেন তা দৃশ্যমান। ফেনী জেলার ৬ টি উপজেলায় ৬ টি মডেল মসজিদ নির্মান হবে। এরমধ্যে আজ জেলা মডেল মসজিদ চালু হয়েছে।এর আগে ছাগলনাইয়া উপজেলায় উদ্বোধন হয়েছে। ফুলগাজী মডেল মসজিদের কাজ দ্রুত গতিতে চলছে। যে সকল উপজেলার মডেল মসজিদের জমি অধিগ্রহণের কাজ বাকি তা দ্রুত সামাধান করা হবে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, এ মসজিদে সকল আধুনিক সুযোগ সুবিধা থাকবে। ইমাম মুয়াজ্জিন প্রশিক্ষণসহ মহিলাদের নামাজের ব্যবস্থা ও ইসলামিক সকল অনুষ্ঠান বাস্তবায়ন হবে।
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল বলেন, প্রধানমন্ত্রী যেভাবে ইসলামের উন্নয়ন করেছে অতীতের কোন সরকার করেনি। তিনি সকল ধর্মের মানুষদের কল্যাণে কাজ করছেন। এ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আকতার হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন পাটোয়ারী, শর্শদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানে আলম ভুঞা, ধর্মপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান
শাহাদাত হোসেন শাকাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন পর্যন্ত সারাদেশে ৯ হাজার ৪৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫৬৪টি নতুন মসজিদের মধ্যে ৩০০ টি উদ্বোধন করেছেন। অবশিষ্ট মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ ২০২৪ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।