বিএনপি-জামাতের ৪৮ ঘন্টা ডাকা হরতালের প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের মহিপালে যাত্রীবাহী একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
রোববার রাত সাড়ে আটটার দিকে ফেনীর মহিপালের নোয়াখালী বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী।