‘ডায়াবেটিস ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন’এই প্রতিপাদ্য নিয়ে ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৪ নভেম্বর মঙ্গলবার বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে ফেনী শহরে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি ফেনী ডায়াবেটিস হাসপাতাল প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ফেনী ডায়াবেটিক সমিতির উদ্যোগে আয়োজিত র্যালীতে এ সময় উপস্থিত ছিলেন ফেনী ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি আবদুল মোতালেব ও সামী-উল হক সাহীন, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, যুগ্ম সম্পাদক খোন্দকার নজরুল ইসলাম ও সৈয়দ জহির উদ্দিন আকবর শিপন, যুগ্ম কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন, কার্যকরী পরিষদ সদস্য আবুল কাশেম, আবু নাছের চৌধুরী, মজিবুর রহমান ভূঁইয়া, ফরিদ আহমদ ভূঁইয়া, সাহাব উদ্দিন আহামেদ সিকদার, ইঞ্জিনিয়ার চঞ্চল দে সরকার, এ.কে.এম সিরাজুল ইসলাম চৌধুরী, রাজিব খগেশ দত্ত ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. খান মো. আসাদুল্লা হেল গালিব, সহকারী পরিচালক মোহাম্মদ ইউনুছ, সমিতির কার্যকরী কমিটির সদস্য, আজীবন সদস্য, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।