বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

প্রচ্ছদ /

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সিইসি

ফেনীতে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ 

Add Your Heading Text Here

ফেনীতে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আনোয়ার হোসাইন পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: একরাম উদ্দিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, মহিলা ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আরা বেগম জুসি।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উম্মে সালমার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার।
এছাড়া বক্তব্য রাখেন উপকারভোগী ধর্মপুর ইউনিয়নের আনোয়ার হোসেন, কাজিরবাগ ইউনিয়নের আনোয়ারা বেগম।
কৃষি কর্মকর্তা শারমিন আক্তার জানান, ধান উৎপাদনে বিশ্বে দ্বিতীয়। ফসল উৎপাদনেও ভালো ভূমিকা রয়েছে। চলতি রবি মৌসুমে ফেনী সদর উপজেলার ১২ ইউনিয়নে ৮ হাজার ৫শ ৪৫ জন কৃষককে সরকার বিনামূল্যে প্রণোদনা দিচ্ছে। ধাপে ধাপে কৃষক প্রণোদনা বাড়ানো হচ্ছে।

ট্যাগঃ

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়